LYRIC

Nijhum Sandhaye Pantha Pakhira Lyrics | নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা

Song: Nijhum Sandhyay Pantha Pakhira
Song: নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা
Artiste : Lata Mangeshkar
Music Director : Hemanta Mukherjee
Lyricist : Pulak Banerjee
Film : Monihar



Nijhum Sandhaye Pantha Pakhira Lyrics in Bengali:

নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা
বুঝিবা পথ ভুলে যায়…..

নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা
বুঝিবা পথ ভুলে যায়……
কুলায় যেতে যেতে
কি যেন কাকলী
আমারে দিয়ে যেতে চায়…..
নিঝুম সন্ধ্যায় …..

দূর পাহাড়ের উদাস মেঘেরো দেশে
ওই গোধূলির রঙিন সোহাগ মেশে,
বনের মর্মরে বাতাস চুপিচুপি
কি বাঁশী ফেলে রাখে হায়…..
নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা
বুঝিবা পথ ভুলে যায়…,
নিঝুম সন্ধ্যায় …..

কোন অপরূপ ,অরূপ রূপের রাগে
সুর হয়ে রয় আমার গানের আগে,
স্বপন কথাকলি ফোটে কি ফোটে না
সুরভি তবু আঁখি ছায়…..
নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা
বুঝিবা পথ ভুলে যায়…
কুলায় যেতে যেতে, কি যেন কাকলী
আমারে দিয়ে যেতে চায়,
নিঝুম সন্ধ্যায় …।

As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.
As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.

Added by

admin

SHARE

Comments are off this post