LYRIC

Neer Chhoto Khoti Nei Lyrics | নীড় ছোট ক্ষতি নেই

Song: Neer Chhoto Khoti Nei
নীড় ছোট ক্ষতি নেই
Album Title: Indrani
Artist: Hemanta Mukherjee/Geeta Dutt
Music Director: Nachiketa Ghosh
Lyricist: Gauriprasanna Mazumder



Neer Chhoto Khoti Nei Lyrics in Bengali :

নীড় ছোট ক্ষতি নেই
আকাশ তো বড়
নীড় ছোট ক্ষতি নেই
আকাশ তো বড়
হে মন বলাকা মোর
অজানার আহবানে
চঞ্চল পাখা মেলে ধরো…..
নীড় ছোট ক্ষতি নেই
আকাশ তো বড়

চাঁদেরও আখরে ঐ
আকাশেরও গায়…..

চাঁদেরও আখরে ঐ
আকাশেরও গায়
যেন পালক লেখনি তব
প্রেমেরও কবিতা লিখে যায়…..
সুদূর পিয়াসী পাখা
কাঁপে থর থর …..
হে মন বলাকা মোর
অজানার আহবানে
চঞ্চল পাখা মেলে ধরো …….
নীড় ছোট ক্ষতি নেই
আকাশ তো বড়

send whats app without no

মেঘ রোদ সব বাধা পার হয়ে যাও
মেঘ রোদ সব বাধা পার হয়ে যাও
তব ঐ দুটি ভীরু চোখে
ভূবনেরে নাও ভরে নাও…..
তাই দিয়ে আপনারে সুন্দর কর…..
হে মন বলাকা মোর
অজানার আহবানে
চঞ্চল পাখা মেলে ধরো…..
নীড় ছোট ক্ষতি নেই
আকাশ তো বড়
হে মন বলাকা মোর
অজানার আহবানে
চঞ্চল পাখা মেলে ধরো……
নীড় ছোট ক্ষতি নেই
আকাশ তো বড়

Comments are off this post

    error: Content is protected !!