LYRIC
Nach Mayuri Nach Re Lyrics | নাচ ময়ুরী নাচ রে
Song: Nach Mayuri Nach Re
নাচ ময়ুরী নাচ রে
Singer: Asha Bhosle
Nach Mayuri Nach Re Lyrics in Bengali :
নাচ ময়ুরী নাচ রে, রুম ঝুমা ঝুম নাচরে
ঐ এলো আকাশ ছেয়ে ও বর্ষা রাণী সাজ রে….
নাচ ময়ুরী নাচ রে, রুম ঝুমা ঝুম নাচরে ।
ঐ এলো আকাশ ছেয়ে ও বর্ষা রাণী সাজ রে….
উঠলো আঁচল মেঘ বিজরী ঝিলমিলিয়ে হাসে…
উঠলো আঁচল মেঘ বিজরী ঝিলমিলিয়ে হাসে
বাজলো মাদল শোন ময়ুরী, সুর যেন তার ভাসে…
আজ কেন এ সাজ, কেন চোখে কেন এ লাজ রে
নাচ ময়ুরী নাচ রে, রুম ঝুমা ঝুম নাচরে
ঐ এলো আকাশ ছেয়ে ও বর্ষা রাণী সাজ রে
ঐতো বাতাস সেই সুরেতে গুণগুণিয়ে যায়…..
তোর প্রাণে আজ কোন ভাবনা কুল খুঁজে না পায়
ঐতো বাতাস সেই সুরেতে গুণগুণিয়ে যায়,
তোর প্রাণে আজ কোন ভাবনা কুল খুঁজে না পায়
কার তরে ও মন বিবাগী কোন সে ব্যাথা অন্তরে,
কার তরে ও মন বিবাগী কোন সে ব্যাথা অন্তরে,
ফুল হয়ে যে উঠলো ফুটে ভুল হয়ে কি যায় ঝরে….
কোন আলোকে হারালো, এই দিন হলো তাই সাজ রে
নাচ ময়ুরী নাচ রে, রুম ঝুমা ঝুম নাচরে
ঐ এলো আকাশ ছেয়ে ও বর্ষা রাণী সাজ রে
নাচ ময়ুরী নাচ রে, রুম ঝুমা ঝুম নাচরে …..
No comments yet