LYRIC
Na Jeyo Na Rajani Ekhano Lyrics| না যেও না
Song: Na Jeyo Na Rajani Ekhano
না যেও না
Artist: Lata Mangeshkar
Music Director: Salil Chowdhury
Lyricist: Salil Chowdhury
Na Jeyo Na Rajani Ekhano Lyrics In English :
না যেও না ….
না যেও না
রজনী এখনও বাকি
আরও কিছু দিতে বাকি
বলে রাত জাগা পাখি
না…… যেও না
রজনী এখনও বাকি
আরও কিছু দিতে বাকি
বলে রাত জাগা পাখি
না…… যেও না
আমি যে তোমারই শুধু
জীবনে মরণে ….
আমি যে তোমারই শুধু
জীবনে মরণে
ধরিয়া রাখিতে চাহি
নয়নে নয়নে
না যেও না
রজনী এখনও বাকি
আরও কিছু দিতে বাকি
বলে রাত জাগা পাখি
না যেও না…
যে কথা বলিতে বাঁধে
যে ব্যথা মরমে কাঁদে
সে কথা ভুলিতে ওগো দাও …..
যে কথা বলিতে বাঁধে
যে ব্যথা মরমে কাঁদে
সে কথা ভুলিতে ওগো দাও
জীবন রজনী জানি
এমনই পোহাবে….
জীবন রজনী জানি
এমনই পোহাবে
চাঁদের তরণী তুমি সুদূরে মিলাবে
না যেও না
রজনী এখনও বাকি
আরও কিছু দিতে বাকি
বলে রাত জাগা পাখি
না যেও না
রজনী এখনও বাকি
আরও কিছু দিতে বাকি
বলে রাত জাগা পাখি
না….. যেও না।
No comments yet