LYRIC
Mon Bhore Jai Lyrics | মন ভরে যায় দেখে
Song: Mon Bhore
মন ভরে যায় দেখে
Flim: Pratik
Singer: Mohammed Aziz
Music: Bappi Lahiri
Lyrics: Mukul Dutta
Flim: Pratik
Singer: Mohammed Aziz
Music: Bappi Lahiri
Lyrics: Mukul Dutta
Music Video of Mon Bhore Jai
Mon Bhore Jai Lyrics in Bengali :
এ…… এ হে এ…. হে আ হা…..
মন ভরে যায় দেখে ঘুম ঘুম ফুলে ভরা বন
কতবার দেখেছি তো ভিজে যাওয়া এ বনের মন
লারা লাল লালা লা লারা লাল লালা লা লারা লাল লালা লা
মন ভরে যায় দেখে ঘুম ঘুম ফুলে ভরা বন
কতবার দেখেছি তো ভিজে যাওয়া এ বনের মন
লারা লাল লালা লা লারা লাল লালা লা লারা লাল লালা লা
লারা লাল লালা লা লারা লাল লালা লা লারা লাল লালা লা
আ হা হো হো…….
এখানে আকাশ নীল যাযাবর মনটাকে ডাকে
চলার চিহ্ন নিয়ে পড়ে থাকা পথটারে বাঁকে
চলার চিহ্ন নিয়ে পড়ে থাকা পথটারে বাঁকে
এখানে আকাশ নীল যাযাবর মনটাকে ডাকে
চলার চিহ্ন নিয়ে পড়ে থাকা পথটারে বাঁকে
বৈরাগী দিন যেন যেতে যেতে থামে শুনে
নেশা ধরা পাখির কূজন
লারা লাল লালা লা লারা লাল লালা লা লারা লাল লালা লা….
মন ভরে যায় দেখে ঘুম ঘুম ফুলে ভরা বন
কতবার দেখেছি তো ভিজে যাওয়া এ বনের মন…
কতবার দেখেছি তো ভিজে যাওয়া এ বনের মন…
আমার ……মনের কথা…. ফুল হয়ে ফুটে আছে
কারো মনেতে এখানে, স্বপ্নের দ্বার কত
ছড়িয়ে রয়েছে পড়ে যেখানে সেখানে
ছড়িয়ে রয়েছে পড়ে যেখানে সেখানে
সোনালী আলোর ধান,সবুজের হাটে এসে নামে
মুগ্ধ পথিক মন,ভাবনার তীরে এসে থামে
মুগ্ধ পথিক মন,ভাবনার তীরে এসে থামে
সোনালী আলোর ধান,সবুজের হাটে এসে নামে
মুগ্ধ পথিক মন,ভাবনার তীরে এসে থামে
শীতল ছায়ার তলে মনের মানুষ নিয়ে
ঘর পেতে বসেছে জীবন….
লারা লাল লালা লা লারা লাল লালা লা লারা লাল লালা লা….
মন ভরে যায় দেখে ঘুম ঘুম ফুলে ভরা বন
কতবার দেখেছি তো ভিজে যাওয়া এ বনের মন
লারা লাল লালা লা লারা লাল লালা লা লারা লাল লালা লা….
No comments yet