LYRIC

Mon Bhore Jai Lyrics | মন ভরে যায় দেখে

Mon Bhore Jai Lyrics in Bengali .”প্রতীক” ছবির একটি গান মন ভরে যায় দেখে।গানটি মোহাম্মদ আজিজের দ্বারা পরিবেশিত হয়েছে। প্রখ্যাত বাপ্পী লাহিড়ীর করা সংগীতের মাধ্যমে এই সুরেলা রচনাটি প্রাণবন্ত হয়েছে, গানের কথা লিখেছেন মুকুল দত্ত।

Song: Mon Bhore
 মন ভরে যায় দেখে
Flim: Pratik 
Singer: Mohammed Aziz
Music: Bappi Lahiri
Lyrics: Mukul Dutta


Music Video of Mon Bhore Jai

YouTube Video Thumbnail
Click to Play

Mon Bhore Jai | Pratik | Mohammed Aziz | Bappi Lahiri | Bengali Love Songs

 


Mon Bhore Jai Lyrics in Bengali :

 

এ…… এ হে এ…. হে আ হা…..
মন ভরে যায় দেখে ঘুম ঘুম ফুলে ভরা বন
কতবার দেখেছি তো ভিজে যাওয়া এ বনের মন
লারা  লাল লালা লা লারা  লাল লালা লা লারা  লাল লালা লা
মন ভরে যায় দেখে ঘুম ঘুম ফুলে ভরা বন
কতবার দেখেছি তো ভিজে যাওয়া এ বনের মন
লারা  লাল লালা লা লারা  লাল লালা লা লারা  লাল লালা লা
আ হা  হো হো…….
এখানে আকাশ নীল যাযাবর মনটাকে ডাকে
চলার চিহ্ন নিয়ে পড়ে থাকা পথটারে বাঁকে
এখানে আকাশ নীল যাযাবর মনটাকে ডাকে
চলার চিহ্ন নিয়ে পড়ে থাকা পথটারে বাঁকে
বৈরাগী দিন যেন যেতে যেতে থামে শুনে
নেশা ধরা পাখির কূজন
লারা  লাল লালা লা লারা  লাল লালা লা লারা  লাল লালা লা….
মন ভরে যায় দেখে ঘুম ঘুম ফুলে ভরা বন
কতবার দেখেছি তো ভিজে যাওয়া এ বনের মন…
আমার ……মনের কথা…. ফুল হয়ে ফুটে আছে
কারো মনেতে এখানে, স্বপ্নের দ্বার কত
ছড়িয়ে রয়েছে পড়ে যেখানে সেখানে
সোনালী আলোর ধান,সবুজের হাটে এসে নামে
মুগ্ধ পথিক মন,ভাবনার তীরে এসে থামে
সোনালী আলোর ধান,সবুজের হাটে এসে নামে
মুগ্ধ পথিক মন,ভাবনার তীরে এসে থামে
শীতল ছায়ার তলে মনের মানুষ নিয়ে
ঘর পেতে বসেছে জীবন….
লারা  লাল লালা লা লারা  লাল লালা লা লারা  লাল লালা লা….
মন ভরে যায় দেখে ঘুম ঘুম ফুলে ভরা বন
কতবার দেখেছি তো ভিজে যাওয়া এ বনের মন

লারা  লাল লালা লা লারা  লাল লালা লা লারা  লাল লালা লা….

Mon Bhore Jai Lyrics in English :


How can I download This Song ?

You can download This Song from Youtube, JioSaavn, Apple Music, Amazon Music, Spotify, Wynk, Hungama Music and Other Music App.

We offer the lyrics in Bengali and English, so please let us know which language you prefer..Let us know your opinion about the song in the comment section.


Related Question Of this Song

প্রশ্ন: ‘প্রতীক’ ছবির গান  মন ভরে যায় দেখে গানের গায়ক কে?

উ: ‘প্রতীক’ ছবির গান  মন ভরে যায় দেখে  গানের গায়ক মোহাম্মদ আজিজ।

প্রশ্নঃ মন ভরে যায় দেখে গানটির সংগীতায়োজন করেন কে?

উত্তর: মন ভরে যায় দেখে গানটির সংগীতায়োজন করেছেন বাপ্পি লাহিড়ী।

প্রশ্ন: মন ভরে যায় দেখে’ গানের জন্য দায়ী গীতিকারকে জানেন?

উত্তর: হ্যাঁ, মন ভরে যায় দেখে গানের কথা লিখেছেন মুকুল দত্ত।


“If you find any mistakes in the lyrics, please contact us so we can correct them”
As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.
As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!