LYRIC

Mon Bale Ami Moner Katha Lyrics | মন বলে আমি মনের কথা জানিনা

Song : Mon Bale Ami Moner Katha Janina
মন বলে আমি মনের কথা জানিনা
Movie : Harmonium
Artist : Hemanta Mukherjee
Music Director : Tapan Sinha
Lyricist : Tapan Kumar SinhaMon Bale Ami Moner Katha Lyrics in Bengali :

মন বলে আমি মনের কথা জানিনা
মন বলে আমি মনের কথা জানিনা
তারায় তারায় উড়ে বেড়ায়
মাটিতে সে নামে না ….
মন বলে আমি মনের কথা জানিনা
মন বলে আমি মনের কথা জানিনা

সাঁঝের তারা হাতছানি দেয়
ভোরের তারা টানে
সাঁঝের তারা হাতছানি দেয়
ভোরের তারা টানে
সাগরঢেউ-এ ভেসে যায় সে
কোন পাড়ে কে জানে …….

দেহ আমার চলতে নারে …..
বইতে নারে ভারে
দেহ আমার চলতে নারে …..
বইতে নারে ভারে
হালকা হাওয়ায় পালকি চড়ে
হালকা হাওয়ায় পালকি চড়ে
কোথাও সে যে থামে না ….
মন বলে আমি মনের কথা জানিনা

তের নদী সাত সমুদ্দুর
সেযে রে ভাই তারই দোসর
তের নদী সাত সমুদ্দুর
সেযে রে ভাই তারই দোসর
ঝরা শাওন ভরা ভাদর
সবই যে ভাই তারই গোচর

দেহ আমার ঘরের কোণে
কাটায় নিশি সাঁঝ বিহানে
দেহ আমার ঘরের কোণে
কাটায় নিশি সাঁঝ বিহানে
দিনের আলো রাতের আঁধার

দিনের আলো রাতের আঁধার
কিছুই সে যে মানে না
মন বলে আমি মনের কথা জানিনা
মন বলে আমি মনের কথা জানিনা

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!