LYRIC

Mon Anmone Lyrics | মন আনমনে

Dabbu Ghosal-এর সুরে Mon Anmone Lyrics “মন আনমনে” গানটি গেয়েছেন শান্তনু দে সরকার এবং অন্তরা মিত্র, রাজা চন্দ পরিচালিত সিনেমা Magic থেকে এই Romantic গানটির Lyrics   আপনাদের জন্য!

Song : Mon Anmone
Singer : Santanu Dey Sarkar & Antara Mitra
Music : Dabbu Lyrics : Rajiv Dutta
Music Label : Surinder Films



Mon Anmone Lyrics in Bengali : –

ডেকেছে… তোকে, মন আনমনে
লেগেছে.. চোখে, ঘোর গোপনে,
মুঠো চিঠি তোরই নামে,উড়িয়েছি আরামে,
পড়ে নে তুই শুধুই সে কথার ইশারা।

এই ঘর আমার তোর কিনারায়
রাত ভোর কাটায় এ ভালোবাসায়।
হুঁ.. হুঁ..হুঁ..হুঁ..হুঁ..হুঁ…..

send whats app without no

এলো নেমে আড়ালে ধীরে তোর কাহিনী
ভালোলাগে ছোঁয়াচে সে আছে
আমার দিন কী রঙিন।

তোকে ভেবে কত না আলো হাত বাড়ালো
তাকালি যেই, আদরে আলাপে,
আমার ঘুম পাড়ালো।

এগিয়ে দে, ধরা পড়ি
হাসিরা তোর বাহারী..,
আমিও খুব জানি কেন এই পাহারা।

এই ঘর আমার তোর কিনারায়
রাত ভোর কাটায় এ ভালোবাসায়।
এই ঘর আমার তোর কিনারায়
রাত ভোর কাটায় এ ভালোবাসায়।
হুঁ.. হুঁ..হুঁ..হুঁ..হুঁ..হুঁ…..

 

 

Comments are off this post

    error: Content is protected !!