LYRIC
Mohuay Jomechhe Aaj Mou Go Lyrics | মহুয়ায় জমেছে আজ মৌ গো
Song: Mohuay Jomechhe Aaj Mou Go
Artist: Asha Bhosle
Music Director: R.D.Burman
Lyricist: Gauriprasanna Mazumder
Mohuay Jomechhe Aaj Mou Go Lyrics in Bengali :
মহুয়ায় জমেছে আজ মৌ গো
ও মহুয়ায় জমেছে আজ মৌ গো
ও …..কোণে দেখা মেঘে যে ওই
সোনা রং লেগেছে ওই
পালকিতে চলেছে কার বউ গো….
ও…..ও……..ও……..
মহুয়ায় জমেছে আজ মৌ গো
ও….. মহুয়ায় জমেছে মৌ গো
জানি না তো… একি আমার আজ হল…….
দিন আর না গুনে, পলাশের আগুনে
লাগে রং ফাগুনে……..
ও….. ও….. জানি না তো একি আমার আজ হল……
দিন আর না গুনে, পলাশের আগুনে
লাগে রং ফাগুনে…….এ
তোমাকে দেখে যে আজ চোখে চোখ রেখে যে আজ
মনেরই ময়ুর নাচে ছৌ গো……..ও…..ও…..
মহুয়ায় জমেছে আজ মৌ গো….
ও…..মহুয়ায় জমেছে মৌ গো
ও ওও ওও……….
জানিনা তো একি আমার আজ হল…….
কত সুর বাহারে, ভরে মন আহারে,
ডাকে পিউ কাহারে…….
ও ওও….. জানিনা তো একি আমার আজ হল……
কত সুর বাহারে, ভরে মন আহারে,
ডাকে পিউ কাহারে…….এ……..
কেন খুশি জানেনা কেউ প্রানে আজ জাগে যে ঢেউ
হল মন ময়ূর পঙ্খী নৌকো……ও…..
মহুয়ায় জমেছে আজ মৌ গো,
ও……. মহুয়ায় জমেছে মৌ গো
ও……. কোণে দেখা মেঘে যে ওই
সোনা রং লেগেছে ওই পালকিতে
চলেছে কার বউ গো ….ও…….
মহুয়ায় জমেছে আজ মৌ গো।
ও ……মহুয়ায় জমেছে মৌ গো
Comments are off this post