Megher Kole Rod Hesechhe Lyrics | মেঘের কোলে রোদ হেসেছে
Song: Megher Kole Rod Hesechhe
মেঘের কোলে রোদ হেসেছে
Artist: Asha Bhosle
Music Director: Rabindranath Tagore
Lyricist: Rabindranath Tagore
Megher Kole Rod Hesechhe Lyrics in bengali :
মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি
আ হাহা হাহা….
মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি
আ হাহা হাহা….
আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি..
আ হাহা হাহা….
কী করি আজ ভেবে না পাই,পথ হারিয়ে কোন্ বনে যাই,
কী করি আজ ভেবে না পাই,পথ হারিয়ে কোন্ বনে যাই,
কোন্ মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি।
আ হাহা হাহা….
মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি
আ হাহা হাহা….
কেয়া-পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে–
তালদিঘিতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে
কেয়া-পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে–
তালদিঘিতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে
রাখাল ছেলের সঙ্গে ধেনু চরাব আজ বাজিয়ে বেণু,
রাখাল ছেলের সঙ্গে ধেনু চরাব আজ বাজিয়ে বেণু,
মাখব গায়ে ফুলের রেণু চাঁপার বনে লুটি।
আ হাহা হাহা….
মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি
আ হাহা হাহা….
আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি..
আ হাহা হাহা….
মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি
আ হাহা হাহা….
Notation
-
-
মেঘের কোলে রোদ হেসেছে,
As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.
As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.
Comments are off this post