LYRIC

Majhi Tumi Majh Gange Lyrics | মাঝি তুমি মাঝ গাঙ্গে

Song : Majhi Tumi Majh Gange
মাঝি তুমি মাঝ গাঙ্গে
Artist : Runa Laila
Music Director : Alauddin Ali
Lyricist : Manirujjaman Manir



Majhi Tumi Majh Gange Lyrics in Bengali : 

মাঝি তুমি মাঝ গাঙ্গে নাও বাইয়া যাও
আমার দিকে একবার ফিইরা তাকাও
এই উথাল পাথাল প্রেমের ঘাটে নাও ভিড়াও….
মাঝি তুমি মাঝ গাঙ্গে নাও বাইয়া যাও………

সুজন মাঝি…………রে…..
তোর মন পাইলাম না……. রে..
নাগাল পাইলাম না…..
তুমি ভাটির স্রোতে বাইলা শুধু… উজান বাইলা না..
ওই হালের বৈঠা আমার হাতে দিলা না……
মাঝি তুমি মাঝ গাঙ্গে নাও বাইয়া যাও….

নিঠুর মাঝি………….রে….
তোর পীরিতেরই জন…. রে ,হব কি কখন…
আমি অন্তর জ্বালায় জ্বইলা গেলাম…. কইতে পারলাম না
তুমি ফিরে এসে মনের খবর নিলা না….
মাঝি তুমি মাঝ গাঙ্গে নাও বাইয়া যাও
আমার দিকে একবার ফিইরা তাকাও
এই উথাল পাথাল প্রেমের ঘাটে নাও ভিড়াও
মাঝি তুমি মাঝ গাঙ্গে নাও বাইয়া যাও………

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!