LYRIC
Latai To Amar Haate Lyrics | লাটাই তো আমার হাতে
Latai To Amar Haate lyrics in Bengali from movie Bachchan starring Starcast: Jeet, Aindrita Ray, Payal Sarkar. The song is sung by Vinod Rathod, Akriti Kakkar. Lyrics penned by Raja Chanda and music composed by Jeet Gannguli.Music Label: Ishtar T-Series
Song: Latai
লাটাই তো আমার হাতে
Singers: Vinod Rathod, Akriti Kakkar
Movie: Bachchan
Music Director: Jeet Gannguli
Lyricist: Raja Chanda
Director: Raja Chanda
Music Label : T-Series
Music Video Of Latai To Amar Haate Lyrics
Latai To Amar Haate Lyrics in Bengali
ডিং ডিং ডিগানা রসের খাজানা
দেখি না কার কত দম
থৈ থৈ রসেতে তোর ফুলটসেতে
সেজেছি মালাই চমচম……
নোনতা ঝালে…..জিভ পোড়ালে
পড়েছো প্রেমের ফাঁদে এ… এ… এ….
যতই ঘুড়ি ওড়াও রাতে…….
লাটাই তো আমার হাতে
আরে যতই ঘুড়ি ওড়াও রাতে…….
লাটাই তো আমার হাতে
ঢিঙ্কা চিকা হিঙ্কা চিকা হিঙ্কা চিকা
হা ঢিঙ্কা চিকা চিকা হা হা..
ঢিঙ্কা চিকা হিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা
যৌবনের রঙ যেই ধরেছে
মৌমাছিদের মধু চাই…….
নেশার ঘোরে রাত বিরাতে
হুল ফোটানোর ধান্দায়
হা…..রাত পাহারা যতই থাকো
বয়ে গেছে আমার তাতে…..
সুযোগ বুঝে সিঁদ কেটে রোজ
পাতবো রসের মৌতাতে…..
যতই ঘুড়ি ওড়াও রাতে
হা যতই ঘুড়ি ওড়াও রাতে…..
লাটাই তো আমার হাতে
আরে যতই ঘুড়ি ওড়াও রাতে
লাটাই তো আমার হাতে………
হে …হে হে হে.. হো …..হো হো… হো..
হে …হে হে হে.. হো …..হো হো… হো..
দিনদুপুরে রসের নাগর
চুটকিতে বন গায়া চোর
ইধার কা মাল করলো উধর
সাট করে ওয়ান টু কা ফোর
আরে দিল কি রাণী দিল কি ধড়কন
তোর সাথে এক মুলাকাতে
হচ্ছে গরম চোরা পকেট
পারবি কে আমায় আটকাতে…
হা যতই ঘুড়ি ওড়াস রাতে
যতই ঘুড়ি ওড়াস রাতে
লাটাই তো আমার হাতে
হা যতই ঘুড়ি ওড়াস রাতে
লাটাই তো আমার হাতে…..
ডিং ডিং ডিগানা রসের খাজানা
দেখি না কার কত দম
থৈ থৈ রসেতে তোর ফুলটসেতে
সেজেছি মালাই চমচম
নোনতা ঝালে, জিভ পোড়ালে
পড়েছো প্রেমের ফাঁদে এ …এ….. এ…এ…..
যতই ঘুড়ি ওড়াও রাতে…..
লাটাই তো আমার হাতে….
আরে যতই ঘুড়ি ওড়াও রাতে……
লাটাই তো আমার হাতে….
ঢিঙ্কা চিকা হিঙ্কা চিকা হিঙ্কা চিকা
হা ঢিঙ্কা হিঙ্কা চিকা হায় রে হায়
ঢিঙ্কা চিকা হিঙ্কা চিকা হিঙ্কা চিকা
হা ঢিঙ্কা হিঙ্কা চিকা হায়
[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]
Comments are off this post