LYRIC
Lajboti Nupurer Rini Jhini Lyrics | লাজবতী নুপুরের রিনি
Song : Lajboti Nupurer Rini
লাজবতী নুপুরের রিনি
Movie : Natun Jiban
Artist : Hemanta Mukherjee
Music Director : Rajen Sarkar
Lyricist : Pulak Banerjee
Release : 1965
Lajboti Nupurer Rini Jhini Lyrics in Bengali :
লাজবতী নুপুরের রিনি ঝিনি ঝিনি
ভালো যদি লাগে তবে দাম দিয়ে কিনি
লাজবতী নুপুরের রিনি ঝিনি ঝিনি
ভালো যদি লাগে তবে দাম দিয়ে কিনি
ভেবোনা ভেবোনা বেশী তো নেবনা
বেহিসাবি ভালবেসে হব না ঋণী
লাজবতী নুপুরের রিনি ঝিনি ঝিনি
জীবনটা আমি বলি উৎসব
একমুঠো জলসার কলরব
জীবনটা আমি বলি উৎসব
শুধু একমুঠো জলসার কলরব
ভেবোনা ভেবোনা বেশী তো নেবনা
মায়াবতী মনে মোর এসো মায়াবিনী
লাজবতী নুপুরের রিনি ঝিনি ঝিনি
ভালো যদি লাগে তবে দাম দিয়ে কিনি…….
ভেবোনা ভেবোনা বেশী তো নেবনা
বেহিসাবি ভালবেসে হব না ঋণী
লাজবতী নুপুরের রিনি ঝিনি ঝিনি
উড়ন্ত সময়ের সঙ্গে আমার
নেইকো চুক্তি তাই একটু থামার ,কোথাও থামার
উড়ন্ত সময়ের সঙ্গে আমার
নেইকো চুক্তি তাই একটু থামার ,কোথাও থামার
ভাবনার ভীরু ঘর ফেলে তাই
খেয়ালের রাজপথে ছুটে যাই
ভাবনার ভীরু ঘর ফেলে তাই
আমি খেয়ালের রাজপথে ছুটে যাই
ভেবোনা ভেবোনা বেশী তো নেব না
সোহাগিনী হয়ে এসো লীলা বিহারিণী
লাজবতী নুপুরের রিনি ঝিনি ঝিনি
ভালো যদি লাগে তবে দাম দিয়ে কিনি
ভেবোনা ভেবোনা বেশী তো নেবনা
বেহিসাবি ভালবেসে হব না ঋণী
লাজবতী নুপুরের রিনি ঝিনি ঝিনি
রিনি ঝিনি ঝিনি
রিনি ঝিনি ঝিনি
রিনি ঝিনি ঝিনি
Comments are off this post