LYRIC

Kusum Dolay Dole Shyam Lyrics | কুসুম দোলায় দোলে শ্যাম

Kusum Dolay Dole Shyam  lyrics in Bengali from the movie Parineeta.  Filmstar: Soumitra Chatterjee, Mousumi Chatterjee, Bikash Roy, Chhya Debi, Shamit Bhanja, Kamal Mitra, Anubha Gupta. The song কুসুম দোলায় দোলে শ্যাম  is sung by Pratima Banerjee Lyrics penned by Pronab Roy and music composed by Hemanta Mukherjee  .Music Label: Saregama.

Song Credit:
Song: Kusum Dolay Dole Shyam 
কুসুম দোলায় দোলে শ্যাম
Movie Parineeta

Artist: Pratima Banerjee
Music Director: Hemanta Mukherjee
Lyricist: Pronab Roy
 Director: Ajoy Kar

[ez-toc]


See the Music video on the YouTube channel for your reference


Kusum Dolay Dole Shyam Rai Lyrics In Bengali

কুসুম দোলায় দোলে শ্যাম রাই
তমাল শাখে দোলা ঝোলে ঝুলনে….
কুসুম দোলায় দোলে শ্যাম রাই
তমাল শাখে দোলা ঝোলে ঝুলনে…
শ্যামেরই পাশে শ্রীমতী হাসে
শ্যামেরই পাশে শ্রীমতী হাসে
যুগল শশী যেন বৃন্দাবনে
কুসুম দোলায় দোলে শ্যাম রাই
তমাল শাখে দোলা ঝোলে ঝুলনে…..

দোলে কৃষ্ণ মেঘের ওই সৌদামিনী
হিন্দোলে দেয় দোল ব্রজগোপীনী

দোলে কৃষ্ণ মেঘের ওই সৌদামিনী
হিন্দোলে দেয় দোল ব্রজগোপীনী
বাজায় নূপুর নাচে ময়ূরী ময়ূর
বাজায় নূপুর নাচে ময়ূরী ময়ূর
যমুনা উজান বয় ভরা শ্রাবণে
কুসুম দোলায় দোলে শ্যাম রাই
তমাল শাখে দোলা ঝোলে ঝুলনে

দোলে কুঞ্জবনে তুঁহু রঙ্গে বিভোর
মন জানে কে বা চাঁদ,কে বা চকোর

দোলে কুঞ্জবনে তুঁহু রঙ্গে বিভোর
মন জানে কে বা চাঁদ,কে বা চকোর
ওই রূপ মাধুরী আঁখি করেছে চুরি
ওই রূপ মাধুরী আঁখি করেছে চুরি
শ্রীমতী শ্যাম দোলে আমারই মনে
কুসুম দোলায় দোলে শ্যাম রাই
তমাল শাখে দোলা ঝোলে ঝুলনে
শ্যামেরই পাশে শ্রীমতী হাসে
যুগল শশী যেন বৃন্দাবনে
কুসুম দোলায় দোলে শ্যাম রাই
তমাল শাখে দোলা ঝোলে ঝুলনে


Kusum Dolay Dole Shyam Rai Lyrics In English

Kusum Dolay Dole Sham Rai
Tomal Sakhe Dole Jhole Jhulone….
Kusum Dolay Dole Sham Rai
Tomal Sakhe Dole Jhole Jhulone…
Shamrai Pashe Shreemoti Hase
Shamrai Pashe Shreemoti Hase
Jugol Shosi Jeno Brindabone
Kusum Dolay Dole Sham Rai
Tomal Sakhe Dole Jhole Jhulone….

Dole Krishna Megher Oi Soudamini
Hindole Dey Dol Brojogopini

Dole Krishna Megher Oi Soudamini
Hindole Dey Dol Brojogopini
Bajay Nupur Nache Moyuri Moyur
Bajay Nupur Nache Moyuri Moyur
Jomuna Ujan Boy Vora Shrabone
Kusum Dolay Dole Sham Rai
Tomal Sakhe Dole Jhole Jhulon

Dole Kunjo Bone Tohu Ronge Bivor
Mon Jane Ke Ba Chand K Ba Chokor

Dole Kunjo Bone Tohu Ronge Bivor
Mon Jane Ke Ba Chand K Ba Chokor
Oi Roop Madhuri Akhi Koreche Churi
Oi Roop Madhuri Akhi Koreche Churi
Srimoti Shyam Dole Amari Mone
Kusum Dolay Dole Sham Rai
Tomal Sakhe Dole Jhole Jhulone…
Shamrai Pashe Shreemoti Hase
Jugol Shosi Jeno Brindabone
Kusum Dolay Dole Sham Rai
Tomal Sakhe Dole Jhole Jhulone….


Kusum Dolay Dole Shyam Rai  Lyrics Movie (Parineeta ) Information

পরিণীতা উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন । বইটি ১৯১৪ সালে প্রকাশিত হয়।ভারতের কলকাতার পটভূমিতে উপন্যাসটি রচিত হয়। এই উপন্যাসটি কে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাষায় চলচ্চিত্র নির্মান হয়েছে ।পরিণীতা  ভারতীয় বাংলা ভাষার নাট্য চলচ্চিত্র। ১৯৬৯ সালে মুক্তি পেয়েছিল। ছবিটি নির্মাণ করেন অজয় কর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন পার্থ প্রতিম চৌধুরী ও সংলাপ লিখেছেন সলিল সেন।

Parineeta

প্রধান চরিত্র

ললিতার পরিবার

ললিতা – কেন্দ্রীয় নারী চরিত্র
গুরুচরণ – ললিতার মামা। একটি ব্যাংকের কেরানী ও পাঁচ কন্যার জনক
.আন্নাকালী/কালী – গুরুচরণের ১০ বছর বয়সী কন্যা এবং ললিতার মামাতো বোন ও খেলার সাথী
ললিতার মামী – উপন্যাসের ছোট চরিত্র, তার নাম উল্লেখ হয় নি

শেখর রায়ের পরিবার

শেখর রায় – রায় পরিবারের ছোট সন্তান।
নবীন রায় – শেখরের পিতা, একজন ধনী ব্যবসায়ী।
ভুবনেশ্বরী – শেখরের মা।
অবিনাশ – শেখরের বড় ভাই। তিনি একজন উকিল ও বিবাহিত।

চারুর পরিবার

চারুবালা/চারু – ললিতার প্রতিবেশী ও খেলার সাথী।

Parineeta Movie Cast

পরিণীতা  চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, ও সমিত ভঞ্জ ,বিকাশ রায় ,শৈলেন মুখোপাধ্যায় ,কমল মিত্র ,বিজন ভট্টাচার্য,গীতা দে ,ছায়া দেবী ,পরিণীতা চলচ্চিত্রের গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন হেমন্ত মুখোপাধ্যায়। গানের কথা লিখেছেন প্রণব রায় ও অতুল প্রসাদ সেন।


Related Question Of this Song

1. Who is the music director of the song?
2. Who is/are the singer/singers of the song?
3. Who is the composer of the song?
4. Who is the lyricist of the song?
5. What is the movie Name/Album Name of the song?
6. Who is the writer of the song?


[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]

As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.
As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.

Added by

admin

SHARE

Comments are off this post