LYRIC

Kotha Hoyechilo Lyrics | কথা হয়েছিল তবু কথা হল না

Song: Kotha Hoyechilo
কথা হয়েছিল তবু কথা হল না
Movie : Troyee (1982)
Artist : Asha Bhosle
Music Director : Rahul Deb Burman
Lyricist : Swapan Chakraborty
Director : Goutam Mukherjee



Kothe Hoachilo Lyrics in Bengali:

কথা হয়েছিল তবু কথা হল না
আজ সবাই এসেছে শুধু তুমি এলে না
শুধু তুমি এলে না..
কথা হয়েছিল তবু কথা হল না
আজ সবাই এসেছে শুধু তুমি এলে না
শুধু তুমি এলে না

অনেক তো খুঁজেছি না পেয়ে তোমার দেখা
এতো ভিড় তবু আমি, আজ কেন একা
অনেক তো খুঁজেছি না পেয়ে তোমার দেখা
এতো ভিড় তবু আমি, আজ কেন একা

পথের ঠিকানা বুঝি  খুজে পেলে… না
আজ সবাই এসেছে ,শুধু তুমি এলে না
শুধু তুমি এলে না

send whats app without no

আসে যে সে তো যাবেই ধরে রাখা যাবে না
মরীচিকা সে তো দূরে কাছে তাকে পাবে না
আসে যে সে তো যাবেই ধরে রাখা যাবে না
মরীচিকা সে তো দূরে কাছে তাকে পাবে না
আমার অপরাধ তুমি ভুলে গেলে না
আজ সবাই এসেছে, শুধু তুমি এলে না
শুধু তুমি এলে না

কথা হয়েছিল তবু কথা হল না
আজ সবাই এসেছে, শুধু তুমি এলে না
শুধু তুমি এলে না
শুধু তুমি এলে না….

 

 

Comments are off this post

    error: Content is protected !!