LYRIC

Kotha Acho Gurudev Lyrics |কোথা আছো গুরুদেব আমি জানি না

Song: Kotha Acho Gurudev
কোথা আছো গুরুদেব
Album: Gurudakhina
Singer: Kishore Kumar
Music: Bappi Lahiri
Lyrics: Bhabesh Kundu



Kotha Acho Gurudev Lyrics in Bengali :

কোথা আছো গুরুদেব…… আমি জানি না…
তোমার করুণা ছাড়া, কিছু চাই না

কোথা আছো গুরুদেব আমি জানি না
কোথা আছো গুরুদেব আমি জানি না
তোমার করুণা ছাড়া কিছু চাই নাx
তোমার করুণা ছাড়া কিছু চাই না
কোথা আছো গুরুদেব আমি জানি না
কোথা আছো গুরুদেব আমি জানি না

তুমি কি শুনছো বসে আমার এ গান
আমি যে চেয়েছি শুধু তোমার সম্মান
তুমি কি শুনছো বসে আমার এ গান
আমি যে চেয়েছি শুধু তোমার সম্মান
তোমার দ​য়ার দান যেন ভুলি না
তোমার করুণা ছাড়া কিছু চাই না
কোথা আছো গুরুদেব আমি জানি না
কোথা আছো গুরুদেব আমি জানি না

send whats app without no

আজ তুমি গুরুদেব যেখানেই থাকো
তোমার চরণতলে ঠাঁই দিয়ে রাখো
আজ তুমি গুরুদেব যেখানেই থাকো
তোমা চরণতলে ঠাঁই দিয়ে রাখো
নাও গো প্রণাম আমার গুরুদক্ষিণা
গুরুদক্ষিণা….. গুরুদক্ষিণা…….
কোথা আছো গুরুদেব আমি জানি না
তোমার করুণা ছাড়া কিছু চাই না
তোমার করুণা ছাড়া কিছু চাই না
কোথা আছো গুরুদেব আমি জানি না
কোথা আছো গুরুদেব আমি জানি না

Comments are off this post

    error: Content is protected !!