LYRIC
Kochi Kochi Mukh Lyrics | কচি কচি মুখ বড় যে সরল
Kochi Kochi Mukh
কচি কচি মুখ বড় যে সরল
ছায়াছবি: সংঘর্ষ
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: বাপ্পী লাহিড়ী
শিল্পী: কুমার শানু ও অলকা ইয়াগনিক
Kochi Kochi Mukh Lyrics in Bengali :
কচি কচি মুখ বড় যে সরল
কচি কলাপাতা খায় যেন দোল
কচি গালের ঐ লাল তিলটা
দাও যদি আর কিছু চাইনা
না যেওনা তুমি যেওনা
না যেওনা তুমি যেওনা
আমাকে দুলিয়ে চলে যেওনা
পাকা পাকা কথা তবু কি ভালো
কানেতে ভারি মিঠে শোনালো
তোমার মুখের ঐ বাঁকা হাসিটা
দাও যদি আর কিছু চাইনা
না যেওনা তুমি যেওনা
না যেওনা তুমি যেওনা
আমাকে ভুলিয়ে চলে যেওনা
কচি কচি মুখ বড় যে সরল
হ্যাঁ,পাকা পাকা কথা তবু কি ভালো
মনে মনে তুমি কি মন্ত্রটা দিলে
এই এলে দেখে গেলে জয় করে নিলে
চুপি চুপি কখন যে মনে এসে গেলে
ঢিল ছুঁড়ে দিয়ে গেলে শান্ত এ দিলে
না যেওনা তুমি যেওনা
না যেওনা তুমি যেওনা
আমাকে ভাসিয়ে চলে যেওনা
কচি কচি মুখ বড় যে সরল
হুঁ পাকা পাকা কথা তবু কি ভালো
ভালবাসা শাসনের চোখ রাঙানিতে
কোনোদিনো থামেনি তো এই পৃথিবিতে
আজ যত ভালবাসা বুকে করে নিয়ে
দু’জনাতে মিশে যাব সব কিছু দিয়ে
না যেওনা তুমি যেওনা
না যেওনা তুমি যেওনা
আমাকে মাতিয়ে চলে যেওনা
কচি কচি মুখ বড় যে সরল
কচি কলাপাতা খায় যেন দোল
না যেওনা তুমি যেওনা
না যেওনা তুমি যেওনা
আমাকে দুলিয়ে চলে যেওনা
পাকা পাকা কথা তবু কি ভালো
কানেতে ভারি মিঠে শোনালো
তোমার মুখের ঐ বাঁকা হাসিটা
দাও যদি আর কিছু চাইনা
হুঁ কচি কচি মুখ বড় যে সরল
কচি কলাপাতা খায় যেন দোল
No comments yet