LYRIC
Ki Upahar Sajiye niye Lyrics | কি উপহার সাজিয়ে দেব
Ki Upahar Sajiye lyrics in Bengali from movie Jibon Maran.Starcast : Sukhen Das/Sumitra Mukherjee/Joy Banerjee/Bikash Roy. The song কি উপহার সাজিয়ে দেব is sung by Kishore Kumar. Lyrics penned by Pulak Banerjee and music composed by Ajoy Das .Music Label: Saregama India Ltd.
Song: Ki Upahar Sajiye
কি উপহার সাজিয়ে দেব
Artist: Kishore Kumar
Music Director: Ajoy Das
Lyricist: Pulak Banerjee
Director: Sukhen Das .
Label:: Saregama India Ltd
Music Video Of Ki Upahar Sajiye niye Lyrics
Ki Upahar Sajiye lyrics in Bengali –
কি উপহার সাজিয়ে দেব….
গান আছে তাই শুনিয়ে যাব….
অনন্ত আমারই গান
দুরন্ত আমারই প্রান……
এইতো উপহার…
কি উপহার সাজিয়ে দেব
গান আছে তাই শুনিয়ে যাব
অনন্ত আমারই গান
দুরন্ত আমারই প্রান
এইতো উপহার
ঐ আকাশের সূর্য তারা
ছড়ানো আমারি গান….
ঐ বাতাসের যাওয়া আসায়
জড়ানো আমারি গান….
ঐ আকাশের সূর্য তারা
ছড়ানো আমারি গান….
ঐ বাতাসের যাওয়া আসায়
জড়ানো আমারি গান….
সুর আমার সবুজ শাখায়
ফুলেরই বাহার
এইতো উপহার…
কি উপহার সাজিয়ে দেবো….
বন্ধুজনের ভালোবাসায়
ধরানো আমারই গান….
স্বপ্ন ভরা চোখের তারায়
ঝরানো আমারই গান….
সুর আমার পরশ মনি
প্রাণেতে সবার
এইতো উপহার
কি উপহার সাজিয়ে দেবো
গান আছে তাই শুনিয়ে যাব
অনন্ত আমারই গান….
দুরন্ত আমারই প্রান….
এইতো উপহার…
[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]
Comments are off this post