LYRIC

Ki Gabo Ami Ki Shunabo Lyrics | কি গাব আমি কি শুনাব​

Song: Ki Gabo Ami, Ki Shunabo
কি গাব আমি কি শুনাব​
Artist: Hemanta Mukherjee
Music Director: Rabindranath Tagore
Lyricist: Rabindranath Tagore



কি গাব আমি কি শুনাব​
আজি আনন্দধামে
কি গাব আমি কি শুনাব​
আজি আনন্দধামে
পুরবাসী জনে এনাছি ডেকে
তোমার অমৃতনামে
কি গাব আমি কি শুনাব​
আজি আনন্দধামে

কেমনে বর্ণিব তোমার রচনা
কেমনে রটিব তোমার করুণা
কেমনে বর্ণিব তোমার রচনা
কেমনে রটিব তোমার করুণা
কেমনে গলাব হৃদ​য় প্রাণো
তোমার মধুর প্রেমে
কি গাব আমি কি শুনাব​
আজি আনন্দধামে

তব নাম লয়ে চন্দ্র তারা
অসীম শুন্যে ধাইছে
রবি হতে গ্রহে ঝরিছে প্রেম​
গ্রহ হতে গ্রহে ছাইছে
তব নাম লয়ে চন্দ্র তারা
অসীম শুন্যে ধাইছে
রবি হতে গ্রহে ঝরিছে প্রেম​
গ্রহ হতে গ্রহে ছাইছে
অসীম আকাশ নীলশতদল
তোমার কিরণে সদা ঢলঢলো
অসীম আকাশ নীলশতদল
তোমার কিরণে সদা ঢলঢলো
তোমার অমৃতসাগর​ মাঝারে
ভাসিছে অবিরামে
কি গাব আমি কি শুনাব​
আজি আনন্দধামে

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!