LYRIC

Kalka Parer Nil Sarite Lyrics | কলকা পাড়ের নীল শাড়িতে

Song: Kalka Parer Nil Sarite
কলকা পাড়ের নীল শাড়িতে
Artist : Kumar Sanu

[ez-toc]



Kalka Parer Nil Sarite Lyrics in Bengali :

কলকা পাড়ের নীল শাড়িতে প্রথম দেখেছি
সেই শাড়িটাই আজ তোমায় পড়তে বলেছি
কলকা পাড়ের নীল শাড়িতে প্রথম দেখেছি
সেই শাড়িটাই আজ তোমায় পড়তে বলেছি

প্রথম দেখার দিনটারে ভুলতে কি আর কেউ পারে
প্রথম দেখার দিনটারে ভুলতে কি আর কেউ পারে

কলকা পাড়ের নীল শাড়িতে প্রথম দেখেছি
সেই শাড়িটাই আজ তোমায় পড়তে বলেছি

তাকিয়ে দেখো তেমনি করেই
আকাশ আবার মেঘলা
খোলা হওয়ায় খোলা চুলে
তেমনিএসো একলা

ও….তাকিয়ে দেখো তেমনি করেই
আকাশ আবার মেঘলা
খোলা হওয়ায় খোলা চুলে
তেমনি এসো একলা

কিছুক্ষন দাঁড়িয়ে যেও পদ্মদীঘির এপারে
প্রথম দেখার দিনটারে ভুলতে কি আর কেউ পারে
প্রথম দেখার দিনটারে ভুলতে কি আর কেউ পারে

কলকা পাড়ের নীল শাড়িতে প্রথম দেখেছি
সেই শাড়িটাই আজ তোমায় পড়তে বলেছি

নতুন চোখে নতুন ভাবে তোমায় দেখি যখনি
প্রথম দিনের মিষ্টি হাসি মনে পড়ে  তখনি
নতুন চোখে নতুন ভাবে তোমায় দেখি যখনি
প্রথম দিনের মিষ্টি হাসি মনে পড়ে তখনি

ইচ্ছে হলেই কি সহজেই  বদলে যাওয়া যায় যে
মন দিয়ে মন চাইলে কিছু  হাত বাড়ালেই পায় যে
ও…ইচ্ছে হলেই কি সহজেই  বদলে যাওয়া যায় যে
মন দিয়ে মন চাইলে কিছু  হাত বাড়ালেই পায় যে

চোখে সেই পুরু কাজল পরেই  দেখো আমারে
প্রথম দেখার দিনটারে ভুলতে কি আর কেউ পারে
প্রথম দেখার দিনটারে ভুলতে কি আর কেউ পারে

কলকা পাড়ের নীল শাড়িতে প্রথম দেখেছি
সেই শাড়িটাই আজ তোমায় পরতে বলেছি
কলকা পাড়ের নীল শাড়িতে প্রথম দেখেছি
সেই শাড়িটাই আজ তোমায় পরতে বলেছি

প্রথম দেখার দিনটারে ভুলতে কি আর কেউ পারে
প্রথম দেখার দিনটারে ভুলতে কি আর কেউ পারে
প্রথম দেখার দিনটারে ভুলতে কি আর কেউ পারে
প্রথম দেখার দিনটারে ভুলতে কি আর কেউ পারে


Singer Information

Kedarnath Bhattacharya, better known as Kumar Sanu, is an Indian playback singer. He is known as the King of Melody in Bollywood. He is famous for singing thousands of Bollywood Hindi songs.

As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.
As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.

Added by

admin

SHARE

Comments are off this post