Details About Kaberi Lyrics :
Kaberi Lyrics Bengali Song Is Sung by Argha Dev from Aadhpagla Band. Song Lyrics In Bengali Written by And Cinematography Najmus Saaqib, Edited by Asif Shahriar.
Song : Kaberi
Band : Aadhpagla
Vocal & Tune : Argha Dev
Lyrics : Najmus Saaqib
Kaberi Song Video :
Kaberi Song Lyrics In Bengali :
কাবেরী এই শীতে ফেটে যাওয়া ঠোঁট
নিয়ে তোমার কাছে এসেছি,
যদি তুমি বলো নিঃস্পৃহ, তবে তাই
ফিরে তোমার কাছে এসেছি।
কাবু হয়ে ঘরে ফেরার দিন শেষ
যুদ্ধের অবশিষ্ট আগুনে,
পুড়ে গেছে আমাদের বয়েস।
কাফের দিলো নাজরানা,
নদী ভরা উত্তাল যৌবন,
কাবেরী তোমার ছবি আজও আমি
বুক পকেটে নিয়ে ঘুরি।
কাবেরী এই শীতে ফেটে যাওয়া ঠোঁট
নিয়ে তোমার কাছে এসেছি,
যদি তুমি বলো নিঃস্পৃহ, তবে তাই
ফিরে তোমার কাছে এসেছি।
সংশয়ে বিমান আর মরুঝড়ে
আটকে পড়া বেদুঈন,
আমরা বহন করছি কিছু অন্তঃসার শুন্য গান
পৃথিবীর একপক্ষ করে খেয়ে ফেলা রাজনীতি,
মগজে ধোঁয়া লাগিয়ে বলে আমার শিল্প বলিয়ান।
কাবেরী চলো এবার শুয়ে পড়ি, নিভিয়ে ঘরের বাতি
কাবেরী চলো এবার শুয়ে পড়ি, নিভিয়ে ঘরের বাতি।
কার্তুজ ভর্তি পকেট আমার,
নিজস্ব পিস্তল হাতে যুদ্ধের ময়দান,
যেখানে হৃদয়ের খুব কাছে
বারুদ আর গোলাপের সুবাস,
কাবেরী তোমার চাদরেই আমার বসবাস।
কাবেরী এই শীতে ফেটে যাওয়া ঠোঁট
নিয়ে তোমার কাছে এসেছি,
যদি তুমি বলো নিঃস্পৃহ, তবে তাই
ফিরে তোমার কাছে এসেছি।
কাবেরী এই শীতে লিরিক্স – আধপাগলা ব্যান্ড :
Kaberi ei sheet e fete jaowa thot
niye tomar kache esechi
Jodi tumi bolo nishpriho tobe tai
Phire tomar kache esechi
Kabu hoye ghore ferar din sesh
Juddher obosistho aagune
Pure geche amader boyes
Kafer dilo najrana
Nodi bhora uttal joubon
Kaberi tomar chobi aajo ami
Buk pocket e niye ghuri
SOngshoye biman aar morujhore
Aatke pora beduin
Amra bohon korchi kichu
antoshar shunno gaan
Prithibir ekpokkho kore
kheye fela rajniti
Mogoje dhowa lagiye bole
amar shilpo boliyan
Kaberi cholo ebar shuye pori
nibhiye ghorer baati
Comments are off this post