LYRIC

Beche Thakar gaan Lyrics | যদি কেড়ে নিতে বলে | বেঁচে থাকার গান

Benche Thakar Gaan  Lyrics in bengali , composed by Anupam Roy and Debojyoti Mishra. Beche Thakar Gaan Song is Sung by Rupam Islam from the movie Autograph, starring Prosenjit Chatterjee, Indraneil Sengupta, and Nandana Sen.Music Label SVF Music.

Song -Jodi Kere Nite Bole
যদি কেড়ে নিতে বলে
Composed by Anupam Roy and Debojyoti Mishra
Singer -Rupam Islam
Music Label SVF Music.


Music Video Of Jodi Kere Nite Bole


Jodi Kere Nite Bole Lyrics in Bengali –

যদি কেড়ে নিতে বলে
কবিতা ঠাসা খাতা
জেনো কেড়ে নিতে দেবো না……
যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা
জেনো আমি ছাড়তে দেবো না…….

আর আমি আমি জানি জানি
চোরাবালি কতখানি
গিলেছে আমাদের রোজ…….
আর আমি আমি জানি জানি
প্রতিরাতে হয়রানি
হারানো শব্দের খোঁজ

send whats app without no

আর এভাবেই নরম বালিশে
তোমার ওই চোখের নালিশে
বেঁচে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান
আর এভাবেই মুখের চাদরে
পরিচিত হাতের আদরে…..
সুখে থাক রাত পরীদের স্নান..
ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান….

যদি নিমেষে হারালে জীবনে পরিপাটি
তবু হেরে যেতে দেবো না…….
যদি বেচে দিতে বলে শিকড়ে বাঁধা মাটি
জেনো আমি বেচতে দেবো না….

আর আমি আমি জানি জানি
চোরাবালি কতখানি
গিলেছে আমাদের রোজ
আর আমি আমি জানি জানি
প্রতিরাতে হয়রানি
হারানো শব্দের খোঁজ……

আর এভাবেই নরম বালিশে
তোমার ওই চোখের নালিশে
বেঁচে থাক রাত পরীদের স্নান…
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান
আর এভাবেই মুখের চাদরে……
পরিচিত হাতের আদরে….
সুখে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান…..
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি……

Comments are off this post

    error: Content is protected !!