LYRIC

Jete Jete Ekla Pothe Lyrics| যেতে যেতে একলা পথে

Song : Jete Jete Ekla Pothe
যেতে যেতে একলা পথে

Vocal : Srikanta Acharya
Keyboard : Subhendu Sekhar Das
Lyricist & Compositin : Rabindranath Tagore



Jete Jete Ekla Pothe Lyrics in Bengali :

যেতে যেতে একলা পথে
নিভেছে মোর বাতি
যেতে যেতে একলা পথে
নিভেছে মোর বাতি
ঝড় এসেছে ওরে
ওরে ঝড় এসেছে,
ওরে, এবার ঝড়কে পেলেম সাথী
যেতে যেতে একলা পথে
নিবেছে মোর বাতি
আকাশ-কোণে সর্বনেশে
ক্ষণে ক্ষণে উঠছে হেসে
আকাশ-কোণে সর্বনেশে
ক্ষণে ক্ষণে উঠছে হেসে
প্রলয় আমার কেশে বেশে
করছে মাতামাতি
যেতে যেতে একলা পথে
নিবেছে মোর বাতি
যে পথ দিয়ে যেতেছিলেম
ভুলিয়ে দিলো তারে…
আবার কোথা চলতে হবে
গভীর অন্ধকারে
যে পথ দিয়ে যেতেছিলেম
ভুলিয়ে দিলো তারে
আবার কোথা চলতে হবে
গভীর অন্ধকারে
বুঝি বা এই বজ্ররবে
নূতন পথের বার্তা কবে
বুঝি বা এই বজ্ররবে
নূতন পথের বার্তা কবে
কোন পুরীতে গিয়ে তবে
প্রভাত হবে রাতি
যেতে যেতে একলা পথে
নিভেছে মোর বাতি
ঝড় এসেছে ওরে
ওরে ঝড় এসেছে,
ওরে, এবার ঝড়কে পেলেম সাথী
যেতে যেতে একলা পথে
নিবেছে মোর বাতি

 

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!