LYRIC
Jana Ajana Pathe Cholechhi Lyrics | জানা অজানা পথে চলেছি
Song: Jana Ajana Pothe Cholechi
জানা অজানা পথে চলেছি
Movie : Troyee (1982)
Artist : Kishore Kumar, Asha Bhosle and Rahul Dev Burman
Music Director : Rahul Dev Burman
Lyricist : Swapan Chakraborty
Director : Goutam Mukherjee
Jana Ajana Pathe Cholechhi Lyrics in Bengali :
জানা… অজানা পথে চলেছি
জানা… অজানা পথে চলেছি
একে একে দুই দুয়ে একে তিন হয়েছি
একে একে দুই দুয়ে একে তিন হয়েছি
জানা…. অজানা পথে চলেছি
চলাই তো জীবন থেমে যাওয়া মরণ
ও… নেই কোনো ভাবনা পিছু ফিরে চাব না
এই আমরা তিনজন
চলাই তো জীবন থেমে যাওয়া মরণ
ও নেই কোনো ভাবনা পিছু ফিরে চাব না
এই আমরা তিনজন
বারে বারে আজ গানে গানে তাই বলেছি
জানা অজানা পথে চলেছি
জানা অজানা পথে চলেছি
আজকে বাঁধনছাড়া তাই মন পাগল পারা
ও..কথা যাব জানি না কোন বাঁধা মানি না
জানবার নেই প্রয়োজন
হাতে রেখে হাত দিনে রাতে এক করেছি
জানা অজানা পথে চলেছি
জানা অজানা পথে চলেছি
Comments are off this post