LYRIC
Haami Title Track Lyrics | হামি
উইন্ডোজ প্রোডাকশন দ্বারা প্রযোজিত আসন্ন বাংলা চলচ্চিত্র “হামি ২” নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত হামির একটি সিক্যুয়েল যা এই ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে৷
[ez-toc]
See the music video on the YouTube channel for your reference
HAAMI 2 | Title Track Lyrics in Bengali
দূরে থাক সব ঝগড়াঝাটি
আজ শুধু বন্ধু বন্ধু পার্টি
একসাথে হাতে হাত
চল করি খুব পাগলামি
তিন টে চার টে সাত টা আট টা হামি
তিন টে চার টে সাত টা আট টা হামি
লাভ নেই করে রেষারেষি
হয়না তাতে বন্ধু-টন্ধু বেশি
একটাই সারকথা ভালোবাসা সব থেকে দামি
নটা, দশটা, বারোটা, তেরটা হামি
পা পাপ পা পারা পারা পারা পারা পারা পারা
পারা পারা পারা পারা পারা পারা
পারা পারা পারা পারা পারা পারা
পারা পারা পারা পারা পারা পারা
পারা রা
বন্ধুর শুধু নাম হয় পদবি জানি না
কম্পিটিশন যাই হোক কেউ তো হারি না………
সত্তর, আশি, একাশি টা হামি
সত্তর, আশি, একাশি টা হামি
থেমে যাক সব কূটকচালি
আজ শুধু খুশি হাততালি
ফ্রেন্ডশিপ জাহাজেতে একসাথে
সব যাই ভেসে
নাইন্টি ওয়ান নাইন্টি টু টা হামি
আসলতে কেউ নয় ছোটো
ছোটো দের হাত ধরে ওঠো
শিখে নাও পাঁচ বার মন্ত্র হামি দিয়ে হেঁসে…..
নাইন্টি ওয়ান নাইন্টি টু টা
নাইন্টি ফাইভ নাইন্টি সিক্স টা
নাইন্টি নাইন সেঞ্চুরি টা হামি
নাইন্টি ওয়ান নাইন্টি টু টা
নাইন্টি ফাইভ নাইন্টি সিক্স টা
নাইন্টি নাইন সেঞ্চুরি টা, হামি
Song – Musical Trailer Lyrics and Composition – Anindya Chatterjee Arrangement and Guitar- Prabuddha Banerjee Singers- Aruna Das, Shayeri Sarkar, Ishan Das, Syamantak Mukherjee, Sharmishtha Debnath, Oindrila Sanyal, Rohan Das Back-up Vocals- Ekorshi Sengupta, Hridisrota Mandal, Ipsita Mukherjee, Aratrika Bramha, Upali Chattopadhyay, Prashmita Paul, Prabuddha Banerjee Recordist – Debojit Sengupta Audio Studio – Raja’s Cues Stereo mix and mastering – Debojit Sengupta
Featuring : Shiboprosad Mukherjee, Gargee Roychowdhury, Anjan Dutta, Kharaj Mukherjee, Prosenjit Chatterjee, Haranath Chakraborty, Monami Ghosh, Tanusree Chakraborty, Somak Ghosh
HAAMI | Title Track 2018
ঝগড়াঝাটি রাগ, মারামারি ভাগ
সেরে যাবে সব পাগলামি
শুধু তিনটে চারটে সাতটা আটটা হামি
শুধু তিনটে চারটে সাতটা আটটা হামি
ঝগড়াঝাটি রাগ, মারামারি ভাগ
সেরে যাবে সব পাগলামি
শুধু তিনটে চারটে সাতটা আটটা হামি
কা কা কা কাটা কাটি স্টপ
খাও না আলুর চপ
তার থেকে টেস্টি টেস্টি ইয়াম্মি
শুধু ন’টা দশটা বারোটা তেরোটা হামি
কাটা কাটি স্টপ,
খাও না আলুর চপ
তার থেকে টেস্টি টেস্টি ইয়াম্মি
শুধু ন’টা দশটা বারোটা তেরোটা হামি
শুধু ন’টা দশটা বারোটা তেরোটা হামি
স্বপ্ন স্বপ্ন গাছ, মিস্টি মিস্টি টাচ্
ভালবাসা মাখবো ম্যাজিকে
বন্দি হল হুইল সন্ধি করে নাও
বল তোমরা কে কে রাজি কে
উফ দশ কুড়ি ত্রিশটা চল্লিশটা হামি
উফ দশ কুড়ি ত্রিশটা চল্লিশটা হামি
পা পাপ পা পারা পারা পারা পারা পারা পারা
পারা পারা পারা পারা পারা পারা
পারা পারা পারা পারা পারা পারা
পারা পারা পারা পারা পারা পারা
পারা রা
চল হাত ধরে বন্ধু পাতাই
চল হুটো পাটি চেয়ার মিউসিক্যাল
চল ভাগ করে খাবো টিফিন
চল গালে গালে গালে গালে গাল
সত্তর আশি একাশিটা হামি।
শুধু সত্তর আশি একাশিটা হামি
ঝগড়াঝাটি রাগ, মারামারি ভাগ
সেরে যাবে সব পাগলামি, হামি
শুধু নাইনটি ওয়ান নাইনটি টু টা হামি
যত কাটা কাটি স্টপ
খাও না আলুর চপ
তার থেকে টেস্টি টেস্টি ইয়াম্মি
শুধু নাইনটি ওয়ান নাইনটি টু টা
নাইনটি ফাইভ নাইনটি সিক্স
নাইনটি নাইন সেনচুরিটা হামি
Haami Movie Information
হামি এবং সুন্দর ছোট তারকাদের মন জয় করা দেখুন। #নন্দিতা রায় এবং #শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি চলচ্চিত্র, #হামি 11 মে 2018 এ মুক্তি পায়।
সঙ্গীত ও কথাঃ অনিন্দ্য চ্যাটার্জি
গায়ক: #বাবুল সুপ্রিয় এবং #অনিন্দ্য চ্যাটার্জি
সঙ্গীত আয়োজনঃ প্রবুদ্ধ ব্যানার্জী
Song: Haami
Movie: Haami (2018)
Director: Nandita Roy and Shiboprosad Mukherjee
Music and Lyrics: Anindya Chatterjee
Singer: Babul Supriyo and Anindya Chatterjee
Related Question Of this Song
1. Who is the music director of the song?
2. Who is/are the singer/singers of the song?
3. Who is the composer of the song?
4. Who is the lyricist of the song?
5. What is the movie Name/Album Name of the song?
6. Who is the writer of the song?
[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]
Comments are off this post