Gun Gun Mon Bhramora Lyrics | গুনগুন মন ভ্রমরা
Song : Gun Gun Mon Bhramora
গুনগুন মন ভ্রমরা
শিল্পীঃ সন্ধ্যা মুখোপাধ্যায়,
কথা ও সুরঃ সলিল চৌধুরী
Gun Gun Mon Bhramora Lyrics in Bengali :
গুনগুন মন ভ্রমরা
কোথা যাস কিসেরই ত্বরা
কেন আর মিছে এফুল সেফুল করা
আকাশে রং ধরেছে
নদী দুই কূলে ভরেছে
এসেছে দারুণ ফাগুন আগুন ভরা
গুনগুন মন ভ্রমরা
কোথা যাস কিসেরই ত্বরা
কেন আর মিছে এফুল সেফুল করা
লাল লাল পলাশের বনের ডাক শুনে কি
দিন দিন রজনী ছিলে কাল গুনে কি….
লাল লাল পলাশের বনের ডাক শুনে কি
দিন দিন রজনী ছিলে কাল গুনে কি
হায়রে তোর বকুল শিমুল পারুল মরেছে
নীল নীল রঙ পারিজাতের পাপড়ি ঝরেছে
এবার যে তোর সময় হল ঘরেতে ফেরার
গুনগুন মন ভ্রমরা
কোথা যাস কিসেরই ত্বরা
কেন আর মিছে এফুল সেফুল করা
আকাশে রং ধরেছে
নদী দুই কূলে ভরেছে
এসেছে দারুণ ফাগুন আগুন ভরা।
গুন গুন গুঞ্জনের নেশায় সব ভুলেছ
দোল দোল দোলনায় দ্যোদুল দোল দুলেছ
গুন গুন গুঞ্জনের নেশায় সব ভুলেছ
দোল দোল দোলনায় দ্যোদুল দোল দুলেছ
এমনি দিন আর ক’দিন বাদ যাবেনা
টলমল মল ফুলের মধুর সাধ পাবেনা
সময় তখন হবে দু’চোখ ভরে যে কাঁদার
গুনগুন মন ভ্রমরা
কোথা যাস কিসেরই ত্বরা
কেন আর মিছে এফুল সেফুল করা
আকাশে রং ধরেছে
নদী দুই কূলে ভরেছে
এসেছে দারুণ ফাগুন আগুন ভরা ।
Comments are off this post