LYRIC

Gun Gun Kare Mon Lyrics | গুন গুন করে মন

Film Title: Anurager Chhowa
Song: Gun Gun Kare Mon
গুন গুন করে মন

Artist: Asha Bhosle/Amit Kumar
Music Director: Ajoy Das
Lyricist: Gauriprasanna Mazumder 



Gun Gun Kare Mon Lyrics in English :

গুন গুন করে মন ভ্রমরা যে ওই
গুন গুন করে মন ভ্রমরা যে ওই
তবুও এই আমি তোমার কি নই
মান কিনা মানো জানো কিনা জানো
গানে গানে কানে কানে কি যে কথা কই
গুন গুন করে মন ভ্রমরা যে ওই
তবুও এই আমি তোমার কি নই
মান কিনা মানো জানো কিনা জানো
গানে গানে কানে কানে কি যে কথা কই
গুন গুন করে মন ভ্রমরা যে ওই

ফুল দিল বুক ভরা সৌরভ
পাখি দিল কাকলির গৌরব
হো…হো….হো..হো……..ও
ফুল দিল বুক ভরা সৌরভ
পাখি দিল কাকলির গৌরব
হো…….ফুল দিল বুক ভরা সৌরভ
পাখি দিল কাকলির গৌরব
আমাদের ভালোবাসা
স্বপ্নে যে বাঁধে বাসা
একই প্রাণে মিশে এক হই
হো.. কানে কানে সেই কথা কই
এই বলো না …বলবো না ……
গুন গুন করে মন ভ্রমরা যে ওই
তবুও এই আমি তোমার কি নই
গুন গুন করে মন ভ্রমরা যে ওই

ভাঙ্গে ঘুম বকুল আর কুন্দর
তুমি যেন আজ কত সুন্দর
হো………ও…….ও…..
ভাঙ্গে ঘুম বকুল আর কুন্দর
তুমি যেন আজ কত সুন্দর
হো………ভাঙ্গে ঘুম বকুল আর কুন্দর
তুমি যেন আজ কত সুন্দর

দুজনে মুখোমুখি আজ যেন কত খুশী
পাশে যেন চিরদিন রই
প্রাণে প্রাণে সেই কথা কই
গুন গুন করে মন ভ্রমরা যে ওই
তবুও এই আমি তোমার কি নই
মান কিনা মানো জানো কিনা জানো
গানে গানে কানে কানে কি যে কথা কই
গুন গুন করে মন ভ্রমরা যে ওই
তবুও এই আমি তোমার কি নই

লালালা লালালা লালালালা লা
হে লালালা লালালা লালা লালা
লালারালালালা লালারালালালা লালারালালালা লা
হে লালালা লালালা লালালা লালা
লালালা লালালা লালা লালা
হে রারারা রারারা রারা রারা
লালালা লালালা লালালালা লা

 

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!