LYRIC
Ganga Dheu Khele Jai Lyrics | গাঙে ঢেউ খেলে যায়
ঝিংনানা ওহ ঝিংনানা আরে ঝিংনানা ঝিংনানা রে…….
ঝিংনানা ওহে ঝিংনানা এহে ঝিংনানা ঝিংনানা রে……গাঙে ঢেউ খেলে যায়
ও কন্যা মাছ ধরিতে আয়
জাল ফেলিতে ডুবে যেন মরিস না….. মরিস না
গাঙে ঢেউ খেলে যায়
ও কন্যা মাছ ধরিতে আয়
জাল ফেলিতে ডুবে যেন মরিস না…..
মরিস নাকথা বলিস না রে তুই
ধরবো মৃগেল চিতল রুই
জাল ফেলিতে জ্বালাতন আর করিস না……
করিস না
ভরা গাঙের জলে
তোর রূপের দেমাক ঝলে
ভরা গাঙের জলে
তোর রূপের দেমাক ঝলে
চাস না কি মাছ ধরি
ছিছি লাজে মরি
জাল যদি না ফেলি এখন পাবো না আর মাছ
হায় মানে না তো মন
ও কন্যা আমার কথা শোন্
রুই কাতলে মিছে ও জাল ভরিস না, ভরিস না…..
ভরিস না
কথা বলিস না রে তুই
ধরবো মৃগেল চিতল রুই
জাল ফেলিতে জ্বালাতন আর করিস না …..
করিস না
ওহ ঝিংনানা আহা ঝিংনানা আরে ঝিংনানা ঝিংনানা রে…..
ওহ ঝিংনানা আহা ঝিংনানা আরে ঝিংনানা ঝিংনানা রে
সারাটি দিন ধরে নেবো এ জাল ভরে
সারাটি দিন ধরে নেবো এ জাল ভরে
কি লাভ তাতে বলো কন্যা
ঘরে ফিরে চলো
ডাঙায় আছে মাছরাঙ্গা এক
মহাজন তার নাম
মহাজন তার নাম!
হুম…..
মোদের এই যে মাথার ঘাম
বলো কি আছে তার দাম
তাই তো বলি
মিছে রে মাছ ধরিস না ……….
ধরিস না
Comments are off this post