LYRIC

Ganga Amar Ma Lyrics | গঙ্গা আমার মা

Song: Ganga Amar Ma
গঙ্গা আমার মা
Artiste : Bhupen Hazarika
Music Director : Bhupen Hazarika
Lyricist : Shibdas Banerjee



Ganga Amar Ma Lyrics in Bengali :
গঙ্গা আমার মা….., পদ্মা আমার মা…..
ও… আমার দুই চোখে দুই জলের ধারা
মেঘনা-যমুনা……
গঙ্গা আমার মা….., পদ্মা আমার মা…..
একই আকাশ, একই বাতাস
এক হৃদয়ের একই তো শ্বাসদোয়েল-কোয়েল পাখির ঠোঁটে……..
দোয়েল-কোয়েল পাখির ঠোঁটে একই মূর্ছনা……
একই মূর্ছনা…….
ও……. আমার দুই চোখে দুই জলের ধারা
মেঘনা-যমুনা……
গঙ্গা আমার মা….., পদ্মা আমার মা…..
এপার-ওপার কোনপারে জানিনা
ও আমি সব খানেতে আছি…..
গাঙের জলে ভাসিয়ে ডেঙা
ও আমি পদ্মাতে হই মাঝি
এপার-ওপার কোনপারে জানিনা
শঙ্খচিলের ভাসিয়ে ডানা
ও আমি দুই নদীতেই নাচি….
এপার-ওপার কোনপারে জানিনা
একই আশা ভালবাসা
কান্নাহাসির একই ভাষা…..
দুঃখসুখের বুকের মাঝে……
দুঃখসুখের বুকের মাঝে, একই যন্ত্রণা…….
একই যন্ত্রণা…….
ও….. আমার দুই চোখে দুই জলের ধারা
মেঘনা-যমুনা…….
গঙ্গা আমার মা….., পদ্মা আমার মা…..
গঙ্গা আমার মা….., পদ্মা আমার মা…..

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!