LYRIC
Gaane Mor Kon Indradhanu Lyrics | গানে মোর কোন ইন্দ্রধনু
Song Credits: Film Title: Agnipariksha
Song: Gaane Mor Kon Indradhanu
গানে মোর কোন ইন্দ্রধনু
Artist: Sandhya Mukherjee
Music Director: Anupam Ghatak
Lyricist: Gauriprasanna Mazumder
Gaane Mor Kon Indradhanu Lyrics in Bengali :
গানে মোর কোন ইন্দ্রধনু
আর স্বপ্ন ছড়াতে চায়…
হৃদয় ভরাতে চায়
গানে মোর কোন ইন্দ্রধনু…..
আজ স্বপ্ন ছড়াতে চায়
হৃদয় ভরাতে চায়
গানে মোর…
মিতা মোর কাকলী কুহু……
সুর শুধু যে ঝরাতে চায়
আবেশ ছড়াতে চায়, প্রাণে মোর…
মৌমাছিদের গীতালী
পাখায় বাজায় মিতালী
মৌমাছিদের গীতালী
পাখায় বাজায় মিতালী
মীড় দোলানো ,মীড় দোলানো
সুরে আমার কন্ঠে মালা পরাতে চায়
হায়………….
মিতা মোর কাকলীর কুহু
সুর শুধু যে ঝরাতে চায়
আবেশ ছড়াতে চায় , প্রাণে মোর
বাতাস হলো খেয়ালী…..
শোনায় কি গান হেঁয়ালি
কে জানে গো, কে জানে গো
তার বাঁশী আজ কি সুর প্রাণে ধরাতে চায়
হায়………….
মিতা মোর কাকলীর কুহু
সুর শুধু যে ঝরাতে চায়
আবেশ ছড়াতে চায় প্রাণে মোর ……।
Comments are off this post