LYRIC

Ekbar Bol Lyrics | একবার বল | Anupam Roy

Ekbar Bol Lyrics  in Bengali from movie Baishe Srabon , sung by Anupam Roy. The song is writing by Anupam Roy and music composed by Anupam Roy . starring Prosenjit Chatterjee, Abir, Parambrata, Raima Sen, Goutam Ghosh. Music label Shree Venkatesh Films.

Song : Ekbar Bol
একবার বল
Movie : Baishe Srabon
Singer, Composer & Lyricist : Anupam Roy
Producer : Shree Venkatesh Films
Presenter : Shrikant Mohta & Mahendra Soni
Writer & Director : Srijit Mukherji
Singer, Composer & Lyricist : Anupam Roy
Music label Shree Venkatesh Films


Music Video Of  Ekbar Bol


Ekbar Bol Lyrics In Bengali – 

যেখানে শুরুর কথা
বলার আগেই শেষ……
সেখানে মুখ ডুবিয়ে খুঁজতে চাওয়া
আমারই অভ্যেস……….
যেখানে রোদ পালানো
বিকেল বেলার ঘ্রাণ…….
সেখানেই ছুটবো ভাবি
গিলব গল্প ভুল হবে বানান………
এই বুঝি ফসকালো হাত
আর কালো রাত করে
সময় গেল আয়োজনে……
প্রত্যেক দিন ভয় পাওয়া
সব ইচ্ছেগুলো অনেক ঝড়ের শব্দ শোনে

একবার বল নেই তোর কেউ নেই
কেউ নেই, কেউ নেই
একবার বল নেই তোর কেউ নেই
কেউ নেই, কেউ নেই
একবার বল নেই তোর কেউ নেই
তোর কেউ নেই….

যেভাবে দৃশ্য অনেক
গিলছে আমায় রোজ……
সেভাবেই আড়াল পেলেই ভাঙছি আমি
হচ্ছি যে নিখোঁজ……
যেখানে ডাক পাঠালে মৃতদেহের ভিড়ে….
সেখানেই তুলছি ছবি টলছি নেশায়
আসছি আবার ফিরে……..

এই বুঝি ফস্কালো হাত
আর কালো রাত করে
সময় গেল আয়োজনে..
প্রত্যেক দিন ভয় পাওয়া
সব ইচ্ছেগুলো অনেক ঝড়ের শব্দ শোনে

আজ শেষমেষ নেই তোর কেউ নেই
কেউ নেই, কেউ নেই…
আজ শেষ মেষ নেই তোর কেউ নেই
কেউ নেই, কেউ নেই……
আজ শেষ মেষ নেই, তোর কেউ নেই
কেউ নেই,কেউ নেই
একবার বল নেই, তোর কেউ নেই
তোর কেউ নেই
এ……হে
তোর কেউ নেই
ও… হো
তোর কেউ নেই
আ… হা…..

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!