LYRIC

EI TO JIBON Lyrics | এই তো জীবন | Ogo Bodhu Sundari

EI TO JIBON lyrics in Bengali from the movie Ogo Bodhu Shundori.  Filmstar: UTTAM KUMAR,MAUSUMI CHATTERJEE,RANJIT MULLICK,SABITRI CHATTERJEE,. The song এই তো জীবন is sung by KISHORE KUMAR  . Lyrics penned by BIBHUTI MUKHERJEE  and music composed by BAPPI LAHIRI.Music Label: INRECO Entertainment Pvt Ltd (on behalf of Inreco)

✤ Song :- EI TO JIBON(এই তো জীবন)
✤ Movie :- OGO BODHU SUNDARI
✤ Singer :- KISHORE KUMAR
✤ Cast :- UTTAM KUMAR,MAUSUMI CHATTERJEE,RANJIT MULLICK,SABITRI CHATTERJEE,
✤ Lyrics :- BIBHUTI MUKHERJEE
✤ Music : BAPPI LAHIRI
✤ Director :SALIL DUTTA,
✤ Label : Echo Entertainment Pvt Ltd /INRECO Entertainment Pvt Ltd (on behalf of Inreco)

[ez-toc]


See the music video on the YouTube channel for your reference 


EI TO JIBON Lyrics in Bengali-

এই তো জীবন…….
যাক না যেদিকে যেতে চায় প্রাণ
বেয়ারা, চালাও ফোয়ারা
জিন শেরি শ্যাম্পেন, রাম

হে ….এই তো জীবন….
যাক না যেদিকে যেতে চায় প্রাণ
বেয়ারা, চালাও ফোয়ারা
জিন শেরি শ্যাম্পেন, রাম

খাও খাও বুঁদ হয়ে ডুবে যাও
দ্যাখো চোখে চোখে সর্ষে ফুল
কি? সর্ষে ফুল …..
করুক মাথা ঝিমঝিম
লোলা লু লু কেনো তোমার,
কেনো বয়স হয় না ষোলো,
আমার নাইনটিন,
কি?

চলে এসো, এসো বলছি….

যাবো বলে তো আসিনি আজকে
আজ হবেই হবে সর্বনাশ
স্বর্গ যদি না হয় সখি
হোক না তবে নরক বাস
রাবিশ!
“হে হে স্ক্যান্ডাল চাই বুঝলে
স্ক্যান্ডাল চাই ব্যাক গ্রাউন্ডে নইলে এই
সমাজে পুরুষ বলে পাবে না মান”

খাও খাও বুঁদ হয়ে ডুবে যাও
দ্যাখো চোখে চোখে সর্ষে ফুল
করুক মাথা ঝিমঝিম
লোলা লু লু কেনো তোমার….
বয়স হয়না ষোলো
আমার নাইনটিন,

ছিঃ…….

সাহেবরা সব চলে গেছে
(গেছে বুঝি ?)
স্বাধীন করে দেশটাকে
(সত্যি ?)
আমরা ওদের ছাড়িনি তো
ধরে আছি তবু লেজটাকে, হে হে
মদ খাচ্ছি, পার্টি দিচ্ছি,সুট বুট পড়ে ঘুরে বেড়াচ্ছি,
টপ টু বটম ওদের মতো সাজিয়ে নিচ্ছি গোটা সমাজ
মদ্য পানের বিরুদ্ধে যারা তাদের মাথায় পড়ুক বাজ!
হোয়াট?

Yes!

খাও খাও বুঁদ হয়ে ডুবে যাও
দ্যাখো চোখে চোখে সর্ষে ফুল
করুক মাথা ঝিমঝিম
লোলা লু লু কেন তোমার
বয়স হয়না ষোলো,
আমার নাইনটিন
এই তো জীবন যাক না যেদিকে যেতে চায় প্রাণ
বেয়ারা, এই চালাও ফোয়ারা
জিন শেরি শ্যাম্পেন রা……….. আ আ ম।


EI TO JIBON Lyrics in English

Ei To Jeebon
Jak Na Jedike Jete Chaye Pran
Beyara Chalao Phoarah
Gin Sherry Champagne Rrrumm

Hey Ei To Jeebon
Jak Na Jedike Jete Chaye Pran
Beyara Chalao Phoarah
Gin Sherry Champagne Rrrumm

Khao Khao Boond Hoye Doobe Jao
Dekho Chokhe Chokhe Shorsheyful
Ki? Shorsephul
Koruk Matha Jhimjhim
Lola Lulu Keno Tomar Boyesh
Hoina Sholo Amar Nineteen

Ki?

Chole Esho Esho Bolchi

Jabo Bole Toh Ashi Ni Aajke
Aaj Hobe Hobe Shorbonash
Swargo Jodi Na Hoye Shotyi
Hok Na Tobe Norokbash

Rubbish

Scandal Chai Bujhle
Scandal Chai Background-E
Noile Ei Shomaje Purush
Bole Pabe Na Mann

Khao Khao Boond Hoye Doobe Jao
Dekho Chokhe Chokhe Shorsheyful
Koruk Matha Jhimjhim
Lola Lulu Keno Tomar
Boyesh Hoina Sholo
Amar Nineteen

Chhi

Sahebra Shob Chole Geche
Geche Bujhi?
Swadhin Kore Desh Take
Shotyi?
Amra Oder Chaarini Toh
Dhore Aachi Tobu Lej Take
He He
Mod Khacchi
Party Dicchi
Suit Boot Pore Ghure Berachhi
Top To Bottom Oder Moto
Shajiye Nicchi Gota Shomaj
Modyopaan Er Birudhye Jara
Tader Mathay Poruk Baaj

What???
Yes!

Khao Khao Boond Hoye Doobe Jao
Dekho Chokhe Chokhe Shorsheyful
Koruk Matha Jhimjhim
Lola Lulu Keno Tomar Boyesh
Hoina Sholo Amar Nineteen

Ei To Jeebon
Jak Na Jedike Jete Chaye Pran
Beyara Aayee Chalao Phoarah
Gin Sherry Champagne Rrr……umm

 


EI TO JIBON Lyrics  Movie Information

ওগো বধূ সুন্দরী  হল একটি বাংলা কমেডি চলচ্চিত্র। এই ছবিটি পরিচালনা করেন সলিল দত্ত। এই ছবিটি মহানায়ক উত্তম কুমারের সর্বশেষ ছবি। ছবিটিতে অভিনয় অসমাপ্ত রেখেই তার মৃত্যু ঘটেছিল। ছবির শেষাংশে “ও ড্যাডি, ও মাম্মি” গানের দৃশ্যায়নের সময় প্রবীর কুমার উত্তম কুমারের ‘বডি ডবল’ হিসেবে কাজ করেন। উত্তম কুমারের ছোটোভাই তরুণ কুমারের কণ্ঠস্বর ডাবিংএর সময় ব্যবহৃত হয়।

ওগো বধূ সুন্দরী ছবিতে সুর দিয়েছিলেন  বাপ্পী লাহিড়ী। ছবিটি জর্জ বার্নার্ড শ-এর পিগম্যালিয়ন নাটক অবলম্বনে নির্মিত হয়। যদিও চলচ্চিত্রায়নের ক্ষেত্রে প্রধানত জনপ্রিয় ব্রিটিশ মিউজিক্যাল মাই ফেয়ার লেডি ছবিটির ছায়া অবলম্বন করা হয়।

ওগো বধূ সুন্দরী  ১৯৮১ সালে মুক্তি পেয়েছিল।

Ogo Bodhu Sundari Movie cast

উত্তম কুমার – গগন সেন ,মৌসুমী চট্টোপাধ্যায় – সাবিত্রী ,সন্তোষ দত্ত – অবলাকান্ত, ,সুমিত্রা মুখোপাধ্যায় – চিত্রা সেন , রঞ্জিত মল্লিক – সন্দীপ ,বিকাশ রায় – সন্দীপ ও চিত্রার দাদু , মীনাক্ষী গোস্বামী – লোলা , হারাধন বন্দ্যোপাধ্যায় – লোলা বোসের স্বামী

Ogo Bodhu Sundari Movie Soundtrack

১.            “এই তো জীবন” –              কিশোর কুমার
২.           “ও ড্যাডি, ও মাম্মি”            সমবেত কণ্ঠে

৩.         “এই ডুগ ডুগ”                     আশা ভোঁসলে

৪.           “মালবিকা, অনামিকা”       বাপ্পী লাহিড়ী

৫.           “শিখতে তোমায় হবেই”     কিশোর কুমার

৬.          “আমি একজন শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক”          কিশোর কুমার

৭.          “নারী চরিত্র”                        কিশোর কুমার

৮.          “তুই যত ফুল”                      আশা ভোঁসলে


Related Question Of this Song

1. Who is the music director of the song?
2. Who is/are the singer/singers of the song?
3. Who is the composer of the song?
4. Who is the lyricist of the song?
5. What is the movie Name/Album Name of the song?
6. Who is the writer of the song?


[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]

 

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!