LYRIC
E ki holo Lyrics | এ কি হোলো
E Ki Holo lyrics in Bengali is sung by Kishore Kumar. Lyrics penned by Gauriprasanna Mazumder and music of এ কি হোলো composed by R.D.Burman Music Label: Saregama India Ltd.
Song : E Ki Holo
এ কি হোলো
Movie –Rajkumari
Singer : Kishore Kumar
Music Director : Rahul Dev Burman
Lyricist : Gauriprasanna Mazumder
See the music video on the YouTube channel for your reference
E ki holo Lyrics In Bengali :
হে…….হুঁ.. হুঁ.. হুঁ.. …..
এ কি হোলো, কেন হোলো,
কবে হোলো জানি না
শুরু হোলো, শেষ হোলো
কী যে হোলো জানি না তো
হুঁ.. হুঁ.. হুঁ… এ কি হলো..
কেন হোলো,
কবে হোলো জানি না
শুরু হোলো, শেষ হোলো
কী যে হোলো জানি না তো
হুঁ.. হুঁ.. হুঁ… এ কি হলো..
কেউ বোঝে কি না বোঝে হায়,
আমি শুধু বুঝি…..
এই আঁধারে ভুল করে হায়,
আলো মিছে খুঁজি
মেঘ, মরুতে যায় কি দেখা,
দিন যায় একা একা, একা।
এ কি হলো, কেন হোলো,
কবে হোলো জানি না
শুরু হোলো, শেষ হোলো
কী যে হোলো জানি না তো
হুঁ.. হুঁ.. হুঁ… এ কি হলো..
কেউ ভাবে কি না ভাবে হায়
আমি শুধু ভাবি,
যে প্রেম দিতে জানে তার,
নেই কোন দাবি..হায়
মনে পড়ে কেন তারে
মনে পড়ে বারে বারে, তারে..
এ কি হোলো, কেন হোলো,
কবে হোলো জানি না…
Related Question Of this Song
1. Who is the music director of the song?
2. Who is/are the singer/singers of the song?
3. Who is the composer of the song?
4. Who is the lyricist of the song?
5. What is the movie Name/Album Name of the song?
6. Who is the writer of the song?
[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]
Comments are off this post