LYRIC

Dugga Elo Lyrics |বল বল দুগ্গা এলো

Bolo Bolo Dugga Elo lyrics in Bengali is sung by Monali Thakur. Lyrics penned by Indranil Das and music of বল বল দুগ্গা এলো composed by Guddu. Music Label: Zee Music Company.

Song Credits:
Song: Bolo Bolo Dugga Elo
বল বল দুগ্গা এলো
Artist: Monali Thakur
Music Composer: Guddu
Lyricist: Indranil Das
Label:: Zee Music Company

[ez-toc]


See the music video on the YouTube channel for your reference 


For Karaoke Please Contact Us And Mention Song Name

Dugga Elo Lyrics lyrics in Bengali

দেখ মন, কাশ বন দুলছে যে সারি
কবে ঢাক, দেবে ডাক
দিন গুনছে যে তারই
দেখ মন, কাশ বন দুলছে যে সারি
কবে ঢাক, দেবে ডাক
দিন গুনছে যে তারই

শিউলি মাখা গল্প, আগমনীর সুর
কুমারটুলির গন্ধ ছড়ালো ……
বলো বলো দুগ্গা এলো

বলো বলো দুগ্গা এলো..
বলো বলো দুগ্গা এলো..
দুগ্গা এলো..দুগ্গা এলো..
বলো বলো দুগ্গা এলো..
দুগ্গা এলো..দুগ্গা এলো..

রাতভোর তোড়জোড়
কত উৎসবে মাখা
টই-টই হৈ-চৈ সব ঠিক করে রাখা
রাতভোর তোড়জোড়
কত উৎসবে মাখা
টই-টই হৈ-চৈ সব ঠিক করে রাখা
করে বিষাদে আড়ি
মেতে আড্ডায় ভরপুর,
বোধনের রং প্রাণে ছড়ালো ..
বলো বলো দুগ্গা এলো,
বলো বলো দুগ্গা এলো..
বলো বলো দুগ্গা এলো..
দুগ্গা এলো..দুগ্গা এলো..
বলো বলো দুগ্গা এলো..
দুগ্গা এলো..দুগ্গা এলো..

চারদিন প্ল্যানিং
আজ ফুর্তিতে ঠাসা,
বৈঠক থেকে রাগ
সব হুল্লোড়ে ভাসা
চারদিন প্ল্যানিং
আজ ফুর্তিতে ঠাসা,
বৈঠক থেকে রাগ
সব হুল্লোড়ে ভাসা
ধুনুচির ছন্দে সে জে হৃদয়ের তাল
হবে ষষ্ঠীতেই শুরু চলো ..
বলো বলো দুগ্গা এলো,
বলো বলো দুগ্গা এলো..
বলো বলো দুগ্গা এলো..
দুগ্গা এলো..দুগ্গা এলো..
বলো বলো দুগ্গা এলো..
দুগ্গা এলো..দুগ্গা এলো..

দুগ্গা ইলো গানটি গেয়েছেন মোনালি ঠাকুর । সঙ্গীত রচনা করেছেন গুড্ডু ।  মিক্সিং এবং মাস্টারিং জাফর ইকবাল আনসারির। বোলো বোলো দুগ্গা এলো গানের কথা লিখেছেন ইন্দ্রনীল দাস।২০১৯ সালের দুর্গা পূজার গান ।


Related Question Of this Song

1. Who is the music director of the song?
2. Who is/are the singer/singers of the song?
3. Who is the composer of the song?
4. Who is the lyricist of the song?
5. What is the movie Name/Album Name of the song?
6. Who is the writer of the song?


[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]


 

As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.
As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.

Added by

admin

SHARE

Comments are off this post