Song: Coffee Houser Sei Addata Aaj Aar Nei
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই
Artist: Manna Dey
Music Director: Suparnakanti Ghosh
Lyricist: Gauriprasanna Mazumder
Label:: Saregama India Ltd
Coffee Houser Sei Addata Aaj Aar Nei with lyrics | Manna Dey | Hits Of Manna Dey Volume 2
হু উউ হু ……….
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই….
কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেল গুলো সেই
আজ আর নেই….
লারালাল লা লাল লাল লা লালা লা লারালাল লা….
নিখিলেশ প্যারিসে মইদুল ঢাকাতে
নেই তারা আজ কোন খবরে
গ্র্যান্ড এর গীটারিষ্ট গোয়ানিস ডিসুজা
ঘুমিয়ে আছে যে আজ কবরে
কাকে যেনো ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে
পাগলা গারদে আছে রমা রায়
অমলটা ধুক্ছে দুরন্ত ক্যান্সারে
জীবন করেনি তাকে ক্ষমা হায়
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই….
কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেল গুলো সেই
আজ আর নেই….
সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে
শুনেছি তো লাখপতি স্বামী তার
হীরে আর জহরতে আগা গোড়া মোড়া সে
গাড়ী বাড়ী সব কিছু দামী তার
আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল
বিজ্ঞাপনের ছবি আঁকতো
আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে
ডিসুজাটা বসে শুধু থাকতো
ও ও ও………….
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই….
লারালাল লা লাল লাল লা লালা লা লারালাল লা….
একটা টেবিলে সেই তিন চার ঘন্টা
চারমিনার ঠোঁটে জ্বলতো
কখনো বিষ্ণুদে কখনো যামিনী রায়
এই নিয়ে তর্কটা চলতো
রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক
কাজ সেরে ঠিক এসে জুটতাম
চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে
সাড়ে সাতটায় ঠিক উঠতাম
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই….
লারালাল লা লাল লাল লা লালা লা লারালাল লা….
কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ
মুছে যাবে অমলের নামটা
একটা কবিতা তার হলোনা কোথাও ছাপা
পেলো না সে প্রতিভার দামটা
অফিসের সোসালে এমেচার নাটকে
রমা রায় অভিনয় করতো
কাগজের রিপোর্টার মইদুল এসে রোজ
কি লিখেছে তাই শুধু পড়তো….
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই….
কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেল গুলো সেই
আজ আর নেই…
সেই সাতজন নেই আজ টেবিলটা তবু আছে
সাতটা পেয়ালা আজো খালি নেই
একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি
শুধু সেই সেদিনের মালি নেই….
কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে
কত স্বপ্ন মেঘে ঢেকে যায়
কতজন এলো গেলো কতজনই আসবে
কফি হাউসটা শুধু থেকে যায়
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই….
কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেল গুলো সেই
আজ আর নেই…
উহু হু লারালাল লা লাল লাল লা লালা লা লারালাল লা….
কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেল গুলো সেই
আজ আর নেই…
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই গানের লিরিক্স Download করুন
Hummmmm…..
Coffee Houser Sei Addata Aaj Ar Nei
Aaj Aar Nei
Kothay Hariye Gelo Sonali Bikel Gulo Sei
Aaj Aar Nei
La Lala La La..
Nikhilesh Parishe Moydul Dhaka-Te
Nei Tara Aaj Kono Khoborer
Grander Guiterist Goyaniz Disouza
Ghumiye Ache Je Aaj Kobore
Kake Jeno Valobeshe Aghath Peye Je Seshe
Pagla Garode Ache Roma Roy
Amolta Bhugche Duronta Cancer-E
Jibon Koreni Take Khoma Hai…
Coffee Houser Sei Adda-Ta Aaj Ar Nei
Aaj Aar Nei
Kothay Hariye Gelo Sonali Bikel Gulo Sei
Aaj Aar Nei
Sujatai Aaj Sudhu Sobcheye Sukhe Ache
Sunechito Lakhpoti Saami Tar
Hire Ar Johorote Aga Gora Mora Se
Gari Bari Sobh Kichu Dami Tar..
Art Colleger Chele Nikhilesh Sannal
Biggaponer Chobi Akto
Ar Chokh Vora Kotha Niye
Nirbak Shrota Hoye
Disouzata Boshe Sudhu Thakto
Oo…….
Coffee Houser Sei Adda-Ta Aaj Ar Nei
Aaj Aar Nei
La Lala La La..
Ekta Table-E Sei Teen Char Ghonta
Charminar Thote Jolto
Kokhono Bishnu Dey Kokhono Jamini Roy
Ei Niye Torkota Cholto
Rodh Jhor Brishti-Te Jekhanei Je Thakuk
Kaj Sere Thik Eshe Jut Tam
Charte-Te Shuru Kore Jomiye Adda Mere
Sare-Sath-Tay Thik Uthtam..
Coffee Houser Sei Adda-Ta Aaj Ar Nei
Aaj Aar Nei
La Lala La La..
Kobi Kobi Chehara Kadhete Jholano Bag
Muche Jabe Amoler Nam-Ta
Ekta Kobita Tar Holo Na Kothao Chapa
Pelo Na Se Protibhar Daam Ta
Officer Sosale Maamechar Natoke
Roma Ray Obhinoy Korto
Kagojer Reporter Moydul Eshe Roj
Ki Likheche Tai Sudhu Porto
Coffee Houser Sei Adda-Ta Aaj Ar Nei
Aaj Aar Nei
Kothay Hariye Gelo Sonali Bikel Gulo Sei
Aaj Aar Nei
Sei Saath Jon Nei Aaj Table Ta Tobu Ache
Saath Ta Peyala Aajo Khali Nei
Eki Se Bagane Aaj Eseche Notun Kuri
Sudhu Sei Sediner Mali Nei..
Koto Sopner Rod Uthe Ei Coffee House E
Koto Sopno Meghe Dheke Jai
Koto Jon Elo Gelo Koto Joni Ashbe
Coffee House Ta Shudhu Theke Jay..
Coffee Houser Sei Adda-Ta Aaj Ar Nei
Aaj Aar Nei
Kothay Hariye Gelo Sonali Bikel Gulo Sei
Aaj Aar Nei
Hm… Hm …La Lala La La..
Kothay Hariye Gelo Sonali Bikel Gulo Sei
Aaj Aar Nei
College Street Coffee House
কলেজ স্ট্রিটের কফি হাউসের ইতিহাস অ্যালবার্ট হল থেকে পাওয়া যায়,যেটি 1876 সালের এপ্রিল মাসে প্রতিষ্ঠিত হয়েছিল। .১৯৪৭ সালে, কেন্দ্রীয় সরকার জায়গাটির নাম পরিবর্তন করে “কফি হাউস” করে। স্থানটি কবি, শিল্পী, সাহিত্যিক এবং শিল্প ও সংস্কৃতি জগতের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছিল। উল্লেখযোগ্য নাগরিকরা এখানে ঘন ঘন এখানে আসতেন ।
সত্যজিৎ রায়, অমর্ত্য সেন, মৃণাল সেন এবং অপর্ণা সেনের মতো নিয়মিত দর্শনার্থীদের সাথে কফি হাউসের প্রতিপত্তি বৃদ্ধি পায়। কফি হাউসটি তার সূচনা থেকে আজ পর্যন্ত অসংখ্য বহুমুখী মানুষের মিলনস্থল হওয়ার জন্য ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ। ঋত্বিক ঘটক, নারায়ণ গঙ্গোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, সমরেশ মজুমদার, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, ক্রেগ জেমিসন, সুখময় চক্রবর্তী, তপন দে সরকারী, সুমিত রায়ফুল, সুময় চক্রবর্তী, সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো পণ্ডিত, সম্পাদক, শিল্পী ও লেখক। শ্রীবাস্তব, আয়ান তৌকির। কফি হাউস সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের বুদ্ধিবৃত্তিক যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে। এই কফি হাউসের আড্ডা সেশন থেকে অনুপ্রেরণার জন্য বেশ কিছু সাহিত্য পত্রিকার উৎস। কফি হাউস তার আড্ডা সেশনের জন্য বিখ্যাত, এবং বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আন্দোলনের প্রজনন স্থান হিসেবে। অনেক লোক এখানে আসে শুধু আড্ডার খাতিরে এবং দীর্ঘ কথা বলার সেশনের অংশ হওয়ার কফি হাউসকে স্মরণীয় করে রাখা হয়েছে । মান্না দে-এর গাওয়া একটি বিখ্যাত গানে যার শিরোনাম ছিল কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই । কলেজ স্ট্রিট কফি হাউসের সোনালি অতীত মুহূর্তগুলোর স্মৃতি নিয়ে আজো আছে ।
One of Manna’s best songs is that chat in the Coffee Houser Sei Addata Aaj Aar Nei. The music of this song is composed by Suparnakanti Ghosh and the lyrics of the song from Coffee House are written by Gouriprasanna Majumder. Each of Manna’s songs has a certain moment in her life in common. This song is no exception.
1. Who is the music director of the song?
2. Who is/are the singer/singers of the song?
3. Who is the composer of the song?
4. Who is the lyricist of the song?
5. What is the movie Name/Album Name of the song?
6. Who is the writer of the song?
[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]
Coffee Houser Sei Addata Aaj Aar Nei lyrics in Bengali is sung by Manna Dey. Lyrics penned by Gauriprasanna Mazumder and music of কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই composed by Suparnakanti Ghosh Music Label: Saregama India Ltd.Bahubrihi Band, Noble, Shamishta Das and many others have sung the cover version of Coffee Houser Sei Addata Aaj Aar Nei song.
Coffee Houser Sei Addata Aaj Aar Nei with lyrics | Manna Dey | Hits Of Manna Dey Volume 2
হু উউ হু ……….
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই….
কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেল গুলো সেই
আজ আর নেই….
লারালাল লা লাল লাল লা লালা লা লারালাল লা….
নিখিলেশ প্যারিসে মইদুল ঢাকাতে
নেই তারা আজ কোন খবরে
গ্র্যান্ড এর গীটারিষ্ট গোয়ানিস ডিসুজা
ঘুমিয়ে আছে যে আজ কবরে
কাকে যেনো ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে
পাগলা গারদে আছে রমা রায়
অমলটা ধুক্ছে দুরন্ত ক্যান্সারে
জীবন করেনি তাকে ক্ষমা হায়
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই….
কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেল গুলো সেই
আজ আর নেই….
সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে
শুনেছি তো লাখপতি স্বামী তার
হীরে আর জহরতে আগা গোড়া মোড়া সে
গাড়ী বাড়ী সব কিছু দামী তার
আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল
বিজ্ঞাপনের ছবি আঁকতো
আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে
ডিসুজাটা বসে শুধু থাকতো
ও ও ও………….
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই….
লারালাল লা লাল লাল লা লালা লা লারালাল লা….
একটা টেবিলে সেই তিন চার ঘন্টা
চারমিনার ঠোঁটে জ্বলতো
কখনো বিষ্ণুদে কখনো যামিনী রায়
এই নিয়ে তর্কটা চলতো
রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক
কাজ সেরে ঠিক এসে জুটতাম
চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে
সাড়ে সাতটায় ঠিক উঠতাম
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই….
লারালাল লা লাল লাল লা লালা লা লারালাল লা….
কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ
মুছে যাবে অমলের নামটা
একটা কবিতা তার হলোনা কোথাও ছাপা
পেলো না সে প্রতিভার দামটা
অফিসের সোসালে এমেচার নাটকে
রমা রায় অভিনয় করতো
কাগজের রিপোর্টার মইদুল এসে রোজ
কি লিখেছে তাই শুধু পড়তো….
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই….
কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেল গুলো সেই
আজ আর নেই…
সেই সাতজন নেই আজ টেবিলটা তবু আছে
সাতটা পেয়ালা আজো খালি নেই
একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি
শুধু সেই সেদিনের মালি নেই….
কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে
কত স্বপ্ন মেঘে ঢেকে যায়
কতজন এলো গেলো কতজনই আসবে
কফি হাউসটা শুধু থেকে যায়
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই….
কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেল গুলো সেই
আজ আর নেই…
উহু হু লারালাল লা লাল লাল লা লালা লা লারালাল লা….
কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেল গুলো সেই
আজ আর নেই…
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই গানের লিরিক্স Download করুন
Hummmmm…..
Coffee Houser Sei Addata Aaj Ar Nei
Aaj Aar Nei
Kothay Hariye Gelo Sonali Bikel Gulo Sei
Aaj Aar Nei
La Lala La La..
Nikhilesh Parishe Moydul Dhaka-Te
Nei Tara Aaj Kono Khoborer
Grander Guiterist Goyaniz Disouza
Ghumiye Ache Je Aaj Kobore
Kake Jeno Valobeshe Aghath Peye Je Seshe
Pagla Garode Ache Roma Roy
Amolta Bhugche Duronta Cancer-E
Jibon Koreni Take Khoma Hai…
Coffee Houser Sei Adda-Ta Aaj Ar Nei
Aaj Aar Nei
Kothay Hariye Gelo Sonali Bikel Gulo Sei
Aaj Aar Nei
Sujatai Aaj Sudhu Sobcheye Sukhe Ache
Sunechito Lakhpoti Saami Tar
Hire Ar Johorote Aga Gora Mora Se
Gari Bari Sobh Kichu Dami Tar..
Art Colleger Chele Nikhilesh Sannal
Biggaponer Chobi Akto
Ar Chokh Vora Kotha Niye
Nirbak Shrota Hoye
Disouzata Boshe Sudhu Thakto
Oo…….
Coffee Houser Sei Adda-Ta Aaj Ar Nei
Aaj Aar Nei
La Lala La La..
Ekta Table-E Sei Teen Char Ghonta
Charminar Thote Jolto
Kokhono Bishnu Dey Kokhono Jamini Roy
Ei Niye Torkota Cholto
Rodh Jhor Brishti-Te Jekhanei Je Thakuk
Kaj Sere Thik Eshe Jut Tam
Charte-Te Shuru Kore Jomiye Adda Mere
Sare-Sath-Tay Thik Uthtam..
Coffee Houser Sei Adda-Ta Aaj Ar Nei
Aaj Aar Nei
La Lala La La..
Kobi Kobi Chehara Kadhete Jholano Bag
Muche Jabe Amoler Nam-Ta
Ekta Kobita Tar Holo Na Kothao Chapa
Pelo Na Se Protibhar Daam Ta
Officer Sosale Maamechar Natoke
Roma Ray Obhinoy Korto
Kagojer Reporter Moydul Eshe Roj
Ki Likheche Tai Sudhu Porto
Coffee Houser Sei Adda-Ta Aaj Ar Nei
Aaj Aar Nei
Kothay Hariye Gelo Sonali Bikel Gulo Sei
Aaj Aar Nei
Sei Saath Jon Nei Aaj Table Ta Tobu Ache
Saath Ta Peyala Aajo Khali Nei
Eki Se Bagane Aaj Eseche Notun Kuri
Sudhu Sei Sediner Mali Nei..
Koto Sopner Rod Uthe Ei Coffee House E
Koto Sopno Meghe Dheke Jai
Koto Jon Elo Gelo Koto Joni Ashbe
Coffee House Ta Shudhu Theke Jay..
Coffee Houser Sei Adda-Ta Aaj Ar Nei
Aaj Aar Nei
Kothay Hariye Gelo Sonali Bikel Gulo Sei
Aaj Aar Nei
Hm… Hm …La Lala La La..
Kothay Hariye Gelo Sonali Bikel Gulo Sei
Aaj Aar Nei
College Street Coffee House
কলেজ স্ট্রিটের কফি হাউসের ইতিহাস অ্যালবার্ট হল থেকে পাওয়া যায়,যেটি 1876 সালের এপ্রিল মাসে প্রতিষ্ঠিত হয়েছিল। .১৯৪৭ সালে, কেন্দ্রীয় সরকার জায়গাটির নাম পরিবর্তন করে “কফি হাউস” করে। স্থানটি কবি, শিল্পী, সাহিত্যিক এবং শিল্প ও সংস্কৃতি জগতের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছিল। উল্লেখযোগ্য নাগরিকরা এখানে ঘন ঘন এখানে আসতেন ।
সত্যজিৎ রায়, অমর্ত্য সেন, মৃণাল সেন এবং অপর্ণা সেনের মতো নিয়মিত দর্শনার্থীদের সাথে কফি হাউসের প্রতিপত্তি বৃদ্ধি পায়। কফি হাউসটি তার সূচনা থেকে আজ পর্যন্ত অসংখ্য বহুমুখী মানুষের মিলনস্থল হওয়ার জন্য ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ। ঋত্বিক ঘটক, নারায়ণ গঙ্গোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, সমরেশ মজুমদার, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, ক্রেগ জেমিসন, সুখময় চক্রবর্তী, তপন দে সরকারী, সুমিত রায়ফুল, সুময় চক্রবর্তী, সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো পণ্ডিত, সম্পাদক, শিল্পী ও লেখক। শ্রীবাস্তব, আয়ান তৌকির। কফি হাউস সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের বুদ্ধিবৃত্তিক যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে। এই কফি হাউসের আড্ডা সেশন থেকে অনুপ্রেরণার জন্য বেশ কিছু সাহিত্য পত্রিকার উৎস। কফি হাউস তার আড্ডা সেশনের জন্য বিখ্যাত, এবং বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আন্দোলনের প্রজনন স্থান হিসেবে। অনেক লোক এখানে আসে শুধু আড্ডার খাতিরে এবং দীর্ঘ কথা বলার সেশনের অংশ হওয়ার কফি হাউসকে স্মরণীয় করে রাখা হয়েছে । মান্না দে-এর গাওয়া একটি বিখ্যাত গানে যার শিরোনাম ছিল কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই । কলেজ স্ট্রিট কফি হাউসের সোনালি অতীত মুহূর্তগুলোর স্মৃতি নিয়ে আজো আছে ।
One of Manna’s best songs is that chat in the Coffee Houser Sei Addata Aaj Aar Nei. The music of this song is composed by Suparnakanti Ghosh and the lyrics of the song from Coffee House are written by Gouriprasanna Majumder. Each of Manna’s songs has a certain moment in her life in common. This song is no exception.
1. Who is the music director of the song?
2. Who is/are the singer/singers of the song?
3. Who is the composer of the song?
4. Who is the lyricist of the song?
5. What is the movie Name/Album Name of the song?
6. Who is the writer of the song?
[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]
Comments are off this post