Chup Kore Tui Lyrics | চুপ করে তুই
Song Title : Chup Kore Tui
Indian Bengali Film : Ei Ami Renu
Music & Lyrics: Rana Mazumder
Singers : Monali Thakur & Ash King
Music Programming & Arrangements: Lyton
Guitars designed by : Rupjit Das & Shomu Seal
Guitars played by : Shomu Seal
Recorded, Mixed & Mastered by Rupjit Das at Studio Playhead , Andheri West, Mumbai, India.
Chup Kore Tui Song Lyrics IN Bengali :
চুপ করে তুই, কেন ছিলি শুধুই
মনে বেঁধে রেখে চুপকথা
চুপ করে তুই, কেন ছিলি শুধুই
মনে বেঁধে রেখে চুপকথা
আজ বলে দে সব বাধা কাটিয়ে
রাঙিয়ে এ বসন্ত বেলা।
বলতে চেয়েছি, ভয়ে মরেছি
আড়ালে তোকে কত দেখেছি,
বলছে আকাশ, আর বাতাস
তুই আমার…….।
চুপ করে তুই, কেন ছিলি শুধুই
মনে বেঁধে রেখে চুপকথা,
আজ বলে দে সব বাধা কাটিয়ে
রাঙিয়ে এ বসন্ত বেলা……..
এই ফাল্গুনে পলাশের আবিরে
রং গুলে তোকে সাজাই
তোর সুরভী অন্তরে বাহিরে
আজ আমায় কে আর পায়
আমি পেয়েছি, বুকে বেঁধেছি
ছাড়বোনা তোকে, দিব্যি খেয়েছি
বলছে আকাশ, আর বাতাস
তুই আমার…….
চুপ করে তুই, কেন ছিলি শুধুই
মনে বেঁধে রেখে চুপকথা
আজ বলে দে সব বাধা কাটিয়ে
রাঙিয়ে এ বসন্ত বেলা।
Comments are off this post