LYRIC

Chol Choley Jaai Lyrics | চল চলে যাই

Song Name : Chol Choley Jaai
Music & Lyrics : Rana Mazumder
Singers : Shreya Ghoshal & Arijit Singh
Programmed & arranged by : Lyton
Flutes : Naveen Kumar 



Chol Choley Jaai Lyrics in Bengali:

চল চলে যাই হাতে হাত ধরে
তুই, আমি দুজনে পুরানো গানের সুরে
চল চলে যাই হাতে হাত ধরে
তুই, আমি দুজনে পুরানো গানের সুরে

চল, চলে যাই.. হু… হু…. হুম হুম..

চল চলে যাই জল পরীর দেশে,
তোর আদর ছোঁয়ায় আমায়
নে আপন করে।
চল চলে যাই জল পরীর দেশে,
তোর আদর ছোঁয়ায় আমায়
নে আপন করে।
চল চলে যাই, চল চলে যাই।

তোর বিদগ্ধ মনে মহা সিন্ধু হারায়,
তোর দু’চোখ জুড়ে প্রেম অঝোরো ধারায়

চল চলে যাই তিন ভূবনের পারে,
তোর যত চাওয়া পাওয়া
নে উজাড় করে।

চল চলে যাই, চল চলে যাই
চলে যাই..

 

Added by

admin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!