Chal Chal Chal Lyrics in Bengali :
চল্ চল্ চল্
চল্ চল্ চল্
ঊর্দ্ধ গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণী তল
অরুণ প্রাতের তরুণ দল
চল্ রে চল্ রে চল্
ঊর্দ্ধ গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণী তল
অরুণ প্রাতের তরুণ দল
চল্ রে চল্ রে চল্
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা টুটাব তিমির রাত
বাঁধার বিন্ধ্যা চল
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা টুটাব তিমির রাত
বাঁধার বিন্ধ্যা চল
নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশশ্মান
আমরা দানিব নতুন প্রাণ
বাহুতে নবীন বল
নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশশ্মান
আমরা দানিব নতুন প্রাণ
বাহুতে নবীন বল
চলরে নওজোয়ান
শোনরে পাতিয়া কান
চলরে নওজোয়ান
শোনরে পাতিয়া কান
মৃত্যু তোরণ দুয়ারে দুয়ারে
জীবনের আহ্বান
ভাঙ্গরে ভাঙ্গ আগল
চল্ রে চল্ রে চল্
ভাঙ্গরে ভাঙ্গ আগল
চল্ রে চল্ রে চল্
চল্ চল্ চল্
চল্ চল্ চল্
ঊর্ধ্ব আদেশ হানিছে বাজ
শহীদী-ঈদের সেনারা সাজ
দিকে দিকে চলে কুচ-কাওয়াজ
খোল রে নিদ-মহল
ঊর্ধ্ব আদেশ হানিছে বাজ
শহীদী-ঈদের সেনারা সাজ
দিকে দিকে চলে কুচ-কাওয়াজ
খোল রে নিদ-মহল
কবে সে খেয়ালী বাদশাহী,
সেই সে অতীতে আজো চাহি’
যাস মুসাফির গান গাহি’
ফেলিস অশ্রুজল
কবে সে খেয়ালী বাদশাহী,
সেই সে অতীতে আজো চাহি’
যাস মুসাফির গান গাহি’
ফেলিস অশ্রুজল
যাক রে তখত-তাউস
জাগ রে জাগ বেহুঁশ
যাক রে তখত-তাউস
জাগ রে জাগ বেহুঁশ
ডুবিল রে দেখ কত পারস্য
কত রোম গ্রিক রুশ
জাগিল তা’রা সকল
জেগে ওঠ হীনবল
জাগিল তা’রা সকল
জেগে ওঠ হীনবল
আমরা গড়িব নতুন করিয়া
ধুলায় তাজমহল
চল্ চল্ চল্
চল্ চল্ চল্
ঊর্দ্ধ গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণী তল
অরুণ প্রাতের তরুণ দল
চল্ রে চল্ রে চল্
চল্ চল্ চল্
চল্ চল্ চল্
চল্ চল্ চল্
চল্ চল্ চল্
Comments are off this post