LYRIC

Bristi Thamar Sheshe Lyrics | বৃষ্টি থামার শেষে

Song: Bristi Thamar Sheshe
বৃষ্টি থামার শেষে
Artiste : Asha Bhosle 
Director : Ajoy Das
Lyricist : Pulak Banerjee
Film : Parabat Priya



Bristi Thamar Sheshe Lyrics in Bengali :

বৃষ্টি থামার শেষে সোনালী আলোয়ে ভেসে
রাজার কুমার এসে সোনার কাঠি ছোঁয়ালো
ও….  বৃষ্টি থামার শেষে সোনালী আলোয়ে ভেসে
রাজার কুমার এসে সোনালী কাঠি ছোঁয়ালো

সে আলোর অঞ্জলি ফোটালো হাজার কলি
সে আলোর অঞ্জলি ফোটালো হাজার কলি
নতুন ফুলের হাসি সারাটি ভুবনে
ছ​ড়ালো,ছ​ড়ালো,ছ​ড়ালো
আলোর খবর পেয়ে  চমকে দেখি যে চেয়ে
পাখিরা উঠেছে গেয়ে রাত্রি কখন পোহালো

বৃষ্টি থামার শেষে সোনালী আলোয়ে ভেসে
রাজার কুমার এসে সোনার কাঠি ছোঁয়ালো

send whats app without no

পেলাম কত কি আশা না বলা কত কি ভাষা
পেলাম কত কি আশা না বলা কত কি ভাষা
কত কি নতুন খুশী মনেতে কখন
জ​ড়ালো জ​ড়ালো জ​ড়ালো
আলোর খবর পেয়ে চমকে দেখি যে চেয়ে
পাখিরা উঠেছে গেয়ে রাত্রি কখন পোহালো

বৃষ্টি থামার শেষে সোনালী আলোয়ে ভেসে
রাজার কুমার এসে সোনার কাঠি ছোঁয়ালো

Comments are off this post

    error: Content is protected !!