LYRIC
Bodhay Temon Bhalobaste Lyrics | বোধ হয় তেমন ভালোবাসতে
Song : Bodhay Temon Bhalobaste
বোধ হয় তেমন ভালোবাসতে
Movie : Anutap
Artist : Kumar Sanu, Kavita Krishnamurthy
Music Director : Bappi Lahiri
Lyricist: Pulak Bandopadhyay
বোধ হয় তেমন ভালোবাসতে
Movie : Anutap
Artist : Kumar Sanu, Kavita Krishnamurthy
Music Director : Bappi Lahiri
Lyricist: Pulak Bandopadhyay
Bodhay Temon Bhalobaste Lyrics in Bengali :
বোধহয় তেমন, ভালো বাসতে ,পারছিনা……
যেমন বাসতে চাইছি…
বোধহয় ততটা কাছে আসতে পারছিনা…….
যতটা আসতে চাইছি….
একি চাওয়া একি আশা
এ যে কেমন
কাছে আসা কাছে আসা
ভালোবাসা ভালোবাসা।
বোধহয় তেমন,ভালো বাসতে,পারছিনা…..
যেমন বাসতে চাইছি….
যেমন বাসতে চাইছি….
তুমি যে….আমারই সাধনা…
তুমি যে কামনা মনে মনে
ও ও ও ও বীণাতে… পাইগো
এতো সুর পাই গো অনুরাগ
রাগেতে ক্ষণে ক্ষণে ক্ষণে ক্ষণে
একি চাওয়া একি আশা
এ যে কেমন
কাছে আসা কাছে আসা
ভালোবাসা ভালোবাসা।
বোধহয় মুখেতে তেমন গাইতে পারছিনা
যেমন গাইতে চাইছি…..
যেমন গাইতে চাইছি…..
তোমাকে… আমি যে চেয়েছি…
এত যে পেয়েছি
প্রাণে প্রাণে প্রাণে প্রাণে
ও ও ও ও ,নয়নে ভরেছি স্বপনে
বেধেছি জীবনে
গানে গানে গানে গানে
একি চাওয়া একি আশা
একি চাওয়া একি আশা
এ যে কেমন…….
কাছে আশা কাছে আশা
ভালোবাসা ভালোবাসা
বোধহয় শোন সে তরী বাইতে পারছিনা….
যেমন বাইতে চাইছি
বোধহয় তেমন ,ভালো বাসতে ,পারছিনা
যেমন বাসতে চাইছি
কাছে আশা কাছে আশা
ভালোবাসা ভালোবাসা
বোধহয় শোন সে তরী বাইতে পারছিনা….
যেমন বাইতে চাইছি
বোধহয় তেমন ,ভালো বাসতে ,পারছিনা
যেমন বাসতে চাইছি
যেমন বাসতে চাইছি
যেমন বাসতে চাইছি
যেমন বাসতে চাইছি
যেমন বাসতে চাইছি
No comments yet