LYRIC

Boba Tunnel Lyrics | বোবা ট্যানেল

Boba Tunnel Lyrics in Bengali sung by Anupam Roy from the Bengali Movie Chotushkone. Starring Aparna Sen, Chiranjieet Chakraborty, Goutam Ghose, Parambrata Chatterjee & Others. Music Composed by Anupam Roy and Song Lyrics Written by Anupam Roy. Music Label T-Series.

Song: Boba Tunnel
বোবা ট্যানেল

Movie: Chotushkone
Starcast: Aparna Sen, Chiranjieet Chakraborty,
Goutam Ghose, Parambrata Chatterjee & Others
Singer: Anupam Roy
Music Director: Anupam Roy
Lyricist: Anupam Roy
Music Label : T-Series


Music Video of  Boba Tunnel


Boba Tunnel Lyrics in Bengali –

ফিরে গেছে কত
বোবা ট্যানেলের গলা চিরে আলো
ইচ্ছেরা ছুটে চলে
সারাটা দিন জুড়ে
তুমি আনাগোনা করেছ সেই সুরে
তার রঙ লেগে আছে
অবুঝের পেন্সিল
ফিরে গেছে কত
বোবা ট্যানেলের গলা চিরে আলো
ইচ্ছেরা ছুটে চলে
সারাটা দিন জুড়ে
তুমি আনাগোনা করেছ সেই সুরে
তার রঙ লেগে আছে
অবুঝের পেন্সিল

ভালোবাসা বাকি আছে
তোমারও আমার কাছে
যা চেয়েছ দিতে আমি পারিনা
আমারও সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা
এত প্রেম কাছে এসে এলোনা

যদি কোনোদিন ……তুমি
দু’হাত দিয়ে ঝিনুক কোড়াও নেই….আমি….
সেই অল্প ভাঙা গল্পগুলোয় কার …..সাথে…
বলো শব্দ ছুঁড়ে ফিরবো বাড়ী মাঝরাতে
আমি তোমার কথা বলবো কাকে …

হেঁটে গেছি …..আমি
আয়ুরেখা ধরে সাড়া দিতে এত
দেরী হয়ে গেলো বলে…
জন্ম মৃত্যু ভেঙে
ভোরবেলা তুমি আলো হয়ে ফোটো
আমি জেগে আছি এসো
প্রতি চুম্বনে স্থির…

কখনও নাগরদোলা ওলটে পালটে সবই
আমাদের ছিড়ে খেলো জোনাকি…..
আমারো সময় ডালে
ফুরিয়ে এসেছে পাতা
এত প্রেম কাছে এসে এলোনা

যদি কোনোদিন …..তুমি
দু’হাত দিয়ে ঝিনুক কোড়াও নেই… আমি
সেই অল্প ভাঙা গল্পগুলোয় কার ….সাথে
বলো শব্দ ছুঁড়ে ফিরবো বাড়ী মাঝরাতে
আমি তোমার কথা বলবো কাকে

যদি কোনোদিন …..তুমি
দু’হাত দিয়ে ঝিনুক কোড়াও নেই… আমি
সেই অল্প ভাঙা গল্পগুলোয় কার ….সাথে
বলো শব্দ ছুঁড়ে ফিরবো বাড়ী মাঝরাতে
আমি তোমার কথা বলবো কাকে

[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]

 

As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.
As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!