LYRIC

Biya Legeche Lyrics | বিয়া লেগেছে

Song: Biya Legeche
বিয়া লেগেছে
Singer: Lagnajita Chakraborty
Lyric & composition: Anindya Chattopadhyay
Musical arrangements: Rudraneel Chowdhury
Mixing & mastering: Debjit Sengupta
Sound Design and Film mix: Amit Kumar Dutta
CHORUS & HARMONY: Mouli Bhattacharya



Biya Legeche Lyrics in Bengali:

সোনার পাখি রুপোর পাখি ফুলের ভেতর মৌ
এত ডাকি তবু কথা কওনা কেন বউ ।
সোনার পাখি রুপোর পাখি ফুলের ভেতর মৌ
এত ডাকি তবু কথা কওনা নতুন  বউ
লাজুক চোখে আবীর লেগেছে..
নতুন কনে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে,
গয়নাবতী বায়না সেজেছে
পানের পাতা, চুলের কাঁটা কোথায় বিঁধে যায়
ও ছুঁড়ি তোর বিয়া লেগেছে ।

নতুন কনে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে,
গয়নাবতী বায়না সেজেছে
পানের পাতা, চুলের কাঁটা কোথায় বিঁধে যায়
ও ছুঁড়ি তোর বিয়া লেগেছে

বলি ও….. ও রাইকিশোরী পান সুপারি
ও ছুঁরি তোর বিয়া লেগেছে ।
বলি ও…… ও রাইকিশোরী পান সুপারি
ও ছুঁড়ি তোর বিয়া লেগেছে

send whats app without no

জরী বোনা বেনারসী শাড়ি……
কাজল পড়া চোখের গহন আলো,
রাত পোহালেই পর হবে ঘর বাড়ী
কাঁদিস না লো ও মেয়ে তুই ভালো ।

জরী বোনা বেনারসী শাড়ি……..
কাজল পড়া চোখের গহন আলো,
রাত পোহালেই পর হবে ঘর বাড়ী
কাঁদিস না লো ও মেয়ে তুই ভালো ।

সোনার পাখি রুপোর পাখি ফুলের ভেতর মৌ
এত ডাকি তবু কথা কওনা কেনো বউ ।
লাজুক চোখে আবীর লেগেছে……

পিতল ঘুমুর ঝুমুর ঝামুর আলতা পরা পায়ে
পাগল পরা সানাই বেজেছে ।
পানের পাতায় চোখ ঢেকেছে
খবর গেলো গাঁয়ে…
ও ছুঁড়ি তোর বিয়া লেগেছে

পিতল ঘুমুর ঝুমুর ঝামুর আলতা পরা পায়ে
পাগল পরা সানাই বেজেছে ।
পানের পাতায় চোখ ঢেকেছে
খবর গেলো গাঁয়ে…
ও ছুঁড়ি তোর বিয়া লেগেছে

বলি ও…….. ও রাইকিশোরী পান সুপারি
ও ছুঁড়ি তোর বিয়া লেগেছে
বলি ও……. ও রাইকিশোরী পান সুপারি
ও ছুঁড়ি তোর বিয়া লেগেছে

 

Comments are off this post

    error: Content is protected !!