LYRIC

Bistirna Dupare Lyrics | বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের

Song: Bistirna Dupare
বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের
Artist: Bhupen Hazarika
Music Director: Bhupen Hazarika
Lyricist: Bhupen Hazarika/Shibdas Banerjee



Bistirna Dupare Lyrics in Bengali :

হো হো হো হো হো হো হো হো হো……..
বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের
হাহাকার শুনেও
নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি
গঙ্গা বইছ কেন….

বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের
হাহাকার শুনেও
নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি
গঙ্গা বইছ কেন

বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের
হাহাকার শুনেও
নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি
গঙ্গা বইছ কেন

নৈতিকতার স্খলন দেখেও
মানবতার পতন দেখেও
নির্লজ্জ অলস ভাবে বইছ কেন……
সহস্র বরষার, উন্মাদনার
মন্ত্র দিয়ে, লক্ষজনেরে
সবল সংগ্রামী, আর অগ্রগামী
করে তোলো না কেন….
বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের
হাহাকার শুনেও,
নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি
গঙ্গা বইছ কেন……

জ্ঞানবিহীন নিরক্ষরের
খাদ্যবিহীন নাগরিকের
নেতৃবিহীনতায় মৌন কেন…..
সহস্র বরষার, উন্মাদনার
মন্ত্র দিয়ে, লক্ষজনেরে
সবল সংগ্রামী, আর অগ্রগামী
করে তোলো না কেন…
বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের
হাহাকার শুনেও,
নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি
গঙ্গা বইছ কেন……

বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের-
হাহাকার শুনেও,
নিঃশব্দে নীরবে- ও গঙ্গা তুমি-
গঙ্গা বইছ কেন…
বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের
হাহাকার শুনেও,
নিঃশব্দে নীরবে- ও গঙ্গা তুমি-
গঙ্গা বইছ কেন

ব্যক্তি যদি ব্যক্তিকেন্দ্রিক
সমষ্টি যদি, ব্যক্তিত্বরহিত,
তবে শিথিল সমাজকে ভাঙো না কেন
সহস্র বরষার, উন্মাদনার
মন্ত্র দিয়ে, লক্ষজনেরে
সবল সংগ্রামী, আর অগ্রগামী
করে তোলো না কেন
বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের
হাহাকার শুনেও,
নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি
গঙ্গা বইছ কেন

স্রোতস্বিনী কেন নাহি বও
তুমি নিশ্চয়ই জাহ্নবী নও
তাহলে, প্রেরণা দাও না কেন…..
উন্মত্ত ধরার, কুরুক্ষেত্রের
শরশয্যাকে আলিঙ্গন করা
লক্ষকোটি ভারতবাসীকে, জাগালে না কেন
বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের
হাহাকার শুনেও,
নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি
গঙ্গা বইছ কেন…..

বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের
হাহাকার শুনেও,
নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি
গঙ্গা বইছ কেন…….

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!