LYRIC

Bhabini Kokhono Ebhabe Lyrics | ভাবিনি কখনো এভাবে

Song :Bhabini Kokhono Ebhabe 
ভাবিনি কখনো এভাবে
Movie Name : Bidrohi
Director : Salim Khan
Production : Shapla Media
Singer : Imran Mahmudul
Cast : Shakib Khan & Bubly
Media Partner : Cinebaz App
Music : Akassh Sen
Lyricist: Priyo Chattopadhyay



Bhabini Kokhono Ebhabe Song Lyrics In Bengali :

ভাবিনি কখনো এভাবে
মন আমার তোর পথেই হারাবে।

ভাবিনি কখনো এভাবে
মন আমার তোর পথেই হারাবে
ছিলি কল্পনাতে, ছিলি স্বপ্ন রাতে
আজ ছুঁয়েছি অনুভবে ……এ
ভাবিনি কখনো এভাবে
মন আমার তোর পথেই হারাবে।
হুঁ ..হুঁ .. হে হে হে হে…লা লা লা …লা .লালা

তোকে ভেবে মনে নদী বয়ে যায়
আমি ভাসি, আমি ডুবি মোহনায়
তোকে ভেবে মনে নদী বয়ে যায়
আমি ভাসি, আমি ডুবি মোহনায়
হৃদয়ের কারবার
শুধু তোর আর আমার,
শুরু হলো যে দারুন ভাবে ……এ
ভাবিনি কখনো এভাবে
মন আমার তোর পথেই হারাবে।

তোকে ভেবে জেগে থাকি জোছনায়
চাঁদ হাসে যেন তোরই ইশারায়,
তোকে ভেবে জেগে থাকি জোছনায়
চাঁদ হাসে যেন তোরই ইশারায়।

কাছে যাই যতবার
হয়ে যাই একাকার
আমি বাঁচবো না তোর অভাবে ……এ
ভাবিনি কখনো এভাবে
মন আমার তোর পথেই হারাবে
ও.. ভাবিনি কখনো এভাবে
মন আমার তোর পথেই হারাবে।
হুঁ ..হুঁ .. হে হে হে হে…লা লা লা …লা .লালা

Added by

admin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!