Besh Toh Lyrics | বেশ তো
Song Title : Besh Toh Indian
Bengali Film : Ei Ami Renu
Music & Lyrics: Rana Mazumder
Singers : Shreya Ghoshal
Music Programming & Arrangements: Lyton
Violine: Cassandra Sotos (Tune Squad studio,Tennessee, Nashville,U.S.A.)
Strokes : Tapas Roy Recorded ,mixed & mastered by Rupjit Das at Studio Playhead,Andheri(w),Mumbai.
Label : SVF Music
Besh Toh Song Lyrics In Bengali :
সোনালী সকাল রোদ্দুর
সাথে আছিস তুই, বেশ তো
মনে আজ প্রজাপতির ঝাঁক
উড়ছে যে শুধুই, বেশ তো।
শিউলি ফুল জল নুপুর
ভালোবাসার স্রোতে হারাবো দুকূল
বেশ তো বেশ তো।
কত কথা গুছিয়ে রেখেছি মনে
তোকে পেলে বলে দেবো মন খুলে
কথাগুলো আজ ওড়াবো হাওয়ায়
তুই শুনবি আমি দেখবো
বেশ তো বেশ তো।
সোনালী সকাল রোদ্দুর
সাথে আছিস তুই
বেশ তো বেশ তো।
আজ মন নিষেধের ডানা মেলে
তোকে সাথে নিয়ে যাবে রসাতলে
তোর আগুনে আজ পোড়াব আমায়
ভালোবাসি আজ খুলে বলবো
বেশ তো, বেশ তো।
সোনালী সকাল রোদ্দুর
সাথে আছিস তুই বেশ তো
মনে আজ প্রজাপতির ঝাঁক
উড়ছে যে শুধুই,বেশ তো, বেশ তো।
No comments yet