LYRIC
Banshi Shune Aar Kaj Nai Lyrics | বাঁশি শুনে আর কাজ নাই
Banshi Shune Aar Kaj Nai lyrics in Bengali sung by S D Burman . The song is written by Gauriprasanna Mazumder and music composed by S D Burman.Music Label: Saregama India Ltd
Song Credit:
Song: Banshi Shune Aar Kaj Nai
বাঁশি শুনে আর কাজ নাই
Artist: S.D.Burman
Music Director: S.D.Burman
Lyricist: Gauriprasanna Mazumder
Music Label: Saregama India Ltd
Banshi Shune Aar Kaj Nai lyrics in Bengali
আহ…
বাঁশি শুনে আর কাজ নাই….
সে যে ডাকাতিয়া বাঁশি
বাঁশি শুনে আর কাজ নাই….
সে যে ডাকাতিয়া বাঁশি
সে যে দিন দুপুরে চুরি করে
রাত্তিরেতো কথা নাই
ডাকাতিয়া বাঁশি
বাঁশি শুনে আর কাজ নাই….
সে যে ডাকাতিয়া বাঁশি
ও……
শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি
পোড়ায় প্রাণ….. গরলে
ঘুচাব তার নষ্টামী আজ আমি
সঁপিব তায় অনলে
শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি
পোড়ায় প্রাণ….. গরলে
ঘুচাব তার নষ্টামী আজ আমি
সঁপিব তায় অনলে
সে যে দিন দুপুরে চুরি করে
রাত্তিরেতো কথা নাই
ডাকাতিয়া বাঁশি
বাঁশি শুনে আর কাজ নাই….
সে যে ডাকাতিয়া বাঁশি
ও…….
বাঁশেতে ঘুণ ধরে যদি কেন
বাঁশিতে ঘুণ…. ধরে না
কত জনায় মরে শুধু পোড়া
বাঁশি কেন ….মরে না
বাঁশেতে ঘুণ ধরে যদি কেন
বাঁশিতে ঘুণ…. ধরে না
কত জনায় মরে শুধু পোড়া
বাঁশি কেন ….মরে না
চোরা দিন দুপুরে চুরি করে
রাত্তিরেতো কথা নাই
ডাকাতিয়া বাঁশি
বাঁশি শুনে আর কাজ নাই….
সে যে ডাকাতিয়া বাঁশি
[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]
Comments are off this post