LYRIC

Balo Ki Achhe Go Lyrics | বলো কী আছে গো

Song: Balo Ki Achhe Go
Artist: R.D.Burman
Music Director: R.D.Burman
Lyricist: Swapan Chakraborty


Balo Ki Achhe Go Lyrics in Bengali : 

ও …….বলো কী….. আছে গো
তোমারি….. আঁখিতে
আমি পারিনা মন
বাঁধিয়া রাখিতে…. .. হায়
বলো কী আছে গো
তোমারই আঁখিতে
আমি পারিনা মন
বাঁধিয়া রাখিতে…. .. হায়
বলো কী আছে গো
তোমারই আঁখিতে
চকিত চাহনি যেন
দেখেও না …দেখা……
না দেখা…., না দেখা….
চকিত চাহনি যেন
দেখেও না…. দেখা….
ও কালো মেঘে বিজলীরও রেখা…
বলে গেল কী যে কথা….
বলিতে, আমি পারিনা মন
বাঁধিয়া রাখিতে….. হায়
বলো কী আছে গো
তোমারি আঁখিতে…
কাজল নয়ন বুঝি স্বপনও …আনে
দেয়না যেতে, দূরে কাছে টানে
কাজল নয়ন বুঝি স্বপনও …আনে
দেয়না যেতে, দূরে কাছে টানে….
চরন আমার, পারেনা যে …চলিতে
আমি পারিনা মন
বাঁধিয়া রাখিতে.. হায়
বলো কী আছে গো
তোমারি আঁখিতে…
আমি পারিনা মন
বাঁধিয়া রাখিতে.. হায়
বলো কী আছে গো
তোমারি আঁখিতে।
As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.
As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.

Added by

admin

SHARE

Comments are off this post