LYRIC

Asharh Sraban Mane Na To Mon Lyrics | আষাঢ় শ্রাবণ মানে না তো মন

Song: Asharh Sraban Mane Na To Mon
আষাঢ় শ্রাবণ মানে না তো মন
Film Title: Monihar
Artist: Lata Mangeshkar
Music Director: Hemanta Mukherjee
Lyricist: Mukul Dutt



Asharh Sraban Mane Na To Mon Lyrics in Bengali :

আষাঢ় শ্রাবণ মানে না তো মন
ঝর ঝর ঝর ঝর ঝরেছে….
তোমাকে আমার মনে পড়েছে,
তোমাকে আমার মনে পড়েছে
আষাঢ় শ্রাবণ মানে না তো মন
ঝর ঝর ঝর ঝর ঝরেছে….
তোমাকে আমার মনে পড়েছে,

আলোর তরীটিতে বেয়ে দিন চলে যায়,
আঁধারের মন জ্বলে তারায় তারায়
আলোর তরীটিতে বেয়ে দিন চলে যায়,
আঁধারের মন জ্বলে তারায় তারায়
আমার এ মন কেন শুধু আকুলায়,
বরষন যেন কোথা  হয়েছে
তোমাকে আমার মনে পড়েছে,
তোমাকে আমার মনে পড়েছে

আষাঢ় শ্রাবণ মানে না তো মন
ঝর ঝর ঝর ঝর ঝরেছে….
তোমাকে আমার মনে পড়েছে,

দিওনা কখনো কিছু দিওনা আমায়,
সবকিছু পাওয়া হবে পেলে গো তোমায়
দিওনা কখনো কিছু দিওনা আমায়,
সবকিছু পাওয়া হবে পেলে গো তোমায়
চোখের জলেতে বেয়ে সুখ এলো তায়,
আজ মন মোহনায় মিশেছে
তোমাকে আমার মনে পড়েছে,
তোমাকে আমার মনে পড়েছে
আষাঢ় শ্রাবণ মানে না তো মন
ঝর ঝর ঝর ঝর ঝরেছে….
তোমাকে আমার মনে পড়েছে,

 

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!