LYRIC
Ami Tomar Shonge Bedhechi lyrics | আমি তোমার সঙ্গে বেঁধেছি
Song: Ami Tomar Sange Bendhechhi
আমি তোমার সঙ্গে বেঁধেছি
Artist:Shaan
Music Director: Rabindranath Tagore
Lyricist: Rabindranath Tagore
Ami Tomar Shonge Bedhechi lyrics in Bengali :
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
সুরেরও বাঁধনে
তুমি জানো না,
আমি তোমারে পেয়েছি অজানা সাধনে
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার,
প্রাণ সুরেরও বাঁধনে
সে সাধনায় মিশিয়া যায় বকুলগন্ধ,
সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ
তুমি জানো না,
ঢেকে রেখেছি তোমার নাম
রঙিন ছায়ার আচ্ছাদনে
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
সুরের বাঁধনে
তোমার অরূপ মূর্তিখানি
ফাল্গুনের আলোতে বসাই আনি
অরূপ মূর্তিখানি
বাঁশরি বাজাই ললিত-বসন্তে, সুদূর দিগন্তে
বাঁশরি বাজাই ললিত-বসন্তে, সুদূর দিগন্তে
সোনার আভায় কাঁপে তব উত্তরী
সোনার আভায় কাঁপে তব উত্তরী
গানের তানের সে উন্মাদনে
তুমি জানো না,
আমি তোমারে পেয়েছি অজানা সাধনে
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ,
সুরের বাঁধনে।
Comments are off this post