LYRIC
Ami Niralay Bose Lyrics | আমি নিরালায় বসে
Ami Niralay Bose lyrics in Bengali sung by Manna Dey. The song is written by Shyamal Gupta and music composed by Manna Dey.Music Label: Saregama India Ltd
Song: Ami Niralay Bose
আমি নিরালায় বসে
Artiste: Manna Dey
Music Director: Manna Dey
Lyricist: Shyamal Gupta
Label:: Saregama India Ltd
See the music video on the YouTube channel for your reference
Ami Niralay Bose lyrics in Bengali
আমি নিরালায় বসে
বেঁধেছি আমার স্মরণ বীণ
একি বেদনার মত
বেজেছে আবার হারানো দিন
আমি নিরালায় বসে
বেঁধেছি আমার স্মরণ বীণ
ফেলে আসা পথে কুহেলী আঁচল সরায়ে
দুচোখে আমার স্বপন কাজল পরায়ে
তুমি বিগত ব্যথায়
এ ভাঙ্গা হৃদয় করেছ লীন
আমি নিরালায় বসে
বেঁধেছি আমার স্মরণ বীণ…….
ফাগুনে আমার ঘিরেছে আবার হিমেল বায়
আলোর পিছনে লুকানো ছায়া মায়া জড়ায়
ফাগুনে আমার ঘিরেছে আবার হিমেল বায়
আলোর পিছনে লুকানো ছায়া মায়া জড়ায়
কবে চলে গেছো সে কথা কখন ভুলেছি
ভুল করে শুধু ভুলের ফসল তুলেছি
তারা মালা না গাঁথার
হেলায় শুকালো হে উদাসীন
আমি নিরালায় বসে
বেঁধেছি আমার স্মরণ বীণ…
একি বেদনার মতো
বেজেছে আবার হারানো দিন
আমি নিরালায় বসে
বেঁধেছি আমার স্মরণ বীণ
[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]
Comments are off this post